<p>রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p>বুধবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রুলের শুনানি শুরু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730284897-e894e95405dff6e45fc29896d38793c8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রুলের শুনানি শুরু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/30/1440840" target="_blank"> </a></div> </div> <p>এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। <br /> অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাইদা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরদিন ৬ আগস্ট তাকে নোয়াখালী নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় গত ৬ অক্টোবর নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এ মামলার আব্দুস শহীদ ২৪৬ নং এজাহারনামীয় আসামি।</p>