<p style="text-align:justify">ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আধিপত্য বিস্তারের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাঘৈর গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপির দুই গ্রুপের ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব পাভেল মোল্লা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মানিকের কর্মী-সমর্থকদের মাঝে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। আজ সকালে এলাকার মধ্যে বালু ভরাট ও নির্মাণসামগ্রী সরবরাহ করা এবং চাঁদার টাকার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে ফের বিকেলে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। </p> <p style="text-align:justify">এতে পাভেল মোল্লা গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ছাত্রদলকর্মী নীরব (২২), মিরাজ (২৬), মনির মোল্লা, আবির মোল্লা (২৫), সৈকত (৩০), ডিকে বাপ্পি (৩০), সিয়াম হোসেন (২৫), তানভীর হোসেনকে (২২) স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <p style="text-align:justify">দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। </p>