<p>কুড়িগ্রামের ফুলবাড়ীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) এই সংঘর্ষে অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন।</p> <p>স্থানীয় সূত্র জানায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মীরা উপজেলার বিএনপির সভাপতি নজির হোসেনের পার্টি অফিসে ভাঙচুর করে। অপর দিকে উপজেলা গ্রেট সংলগ্ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গ্রুপের পার্টি অফিসে হামলা চালায় নজির হোসেনের গ্রুপের নেতাকর্মীরা।</p> <p>নজির হোসেনের সমর্থক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছু জামান হাসু জানান, বিলুপ্ত ছিটমহলের আওয়ামী লীগের কিছু লোকজনকে দলে অন্তর্ভুক্ত করায় বিবাদ সৃষ্টি হয়েছে। আমাদের তিনজন ছেলে আহত হয়েছে এবং পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। </p> <p>আব্দুল মান্নান মুকুল জানান, নজির হোসেনের গ্রুপের লোকজন অতর্কিতভাবে এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা প্রথমে আমাদের নেতাকর্মীকে ঘরে ভিতরের আটক করেছে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে । এ সময় পাঁচজন নেতাকর্মীকে মারপিট করে গুরুতর আহত করেছে তারা।</p> <p>ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিএনপির একটি গ্রুপের লোকজনকে ঘরে ভিতরে আটক করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে দুই গ্রুপে পৃথক হামলা চালিয়ে পার্টি অফিস ভাঙচুর করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেনি। </p> <p>ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার হুমায়রা জানান, হাসপাতালে চারজন আহত রোগী চিকিৎসা নিচ্ছেন।</p>