<p style="text-align:justify">দীর্ঘ একযুগ পর অবশেষে দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন নির্বাসিত আরো ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।</p> <p style="text-align:justify">কয়ছর এম আহমদ জানান, বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন। পবিত্র ওমরার সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন। সেখানে নবী করিম (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পুলিশে ফের বড় রদবদল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729093580-19709d8596bacf348107ab78a60599b9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পুলিশে ফের বড় রদবদল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/16/1435854" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি জানান, এরপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫ টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন দুপুর ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন। আগামী ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন। </p> <p style="text-align:justify">সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী নিজেই" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729093496-abb7e163bd45f1bc954497b6adc45c32.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী নিজেই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/16/1435853" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আপ্লুত হচ্ছি।’</p>