রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ৩ প্রাণ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ৩ প্রাণ
প্রতীকী ছবি

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) রাজবাড়ী সদর, কালুখালীর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। প্রথমে বেলা ১২টার দিকে সদরের বরাট ইউনিয়নের অন্তমোর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জুঁই (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

আরো পড়ুন
শিশু আরাধ্য এখনো জানে না, তার মা-বাবা বেঁচে নেই

শিশু আরাধ্য এখনো জানে না, তার মা-বাবা বেঁচে নেই

 

জানা যায়, নিহত শিশু বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। নিহতের চাচাতো ভাই ওবায়দুল্লাহ শেখ জানান, জুঁই তার মায়ের সাথে সদর উপজেলার বরাট ইউনিয়নের কাটাখালীর মামা বাড়িতে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে যোগ দিতে যায়। তার মা তারে নিয়ে অটোরিকশা থেকে নামতেই সে দৌড়ে রাস্তার পার হতে যাই। ওই সময় অপরএকটি অটোরিকশা তাকে চাপা দিলে সে আহত হয়।

তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ২টার দিকে মৃত্যু হয়।

আরো পড়ুন
ফকিরহাটে দুটি মৎস্যঘেরে বিষ দিয়ে মাছ চুরি

ফকিরহাটে দুটি মৎস্যঘেরে বিষ দিয়ে মাছ চুরি

 

অপরদিকে জেলার কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঈদে ফাঁকা সড়কে প্রাইভেটকারের ধাক্কায় সুজন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর কালুখালীর উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে।

তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

এছাড়া জেলার পাংশা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারায় দাড়িয়ে থাকা একটি নছিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জিয়াউর রহমান (৩০) ও তার স্ত্রী শারমিন গুরুতর আহত হয়। দুজনকেই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য শারমিনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) তিনলাখ পীর এলাকায় এই ঘটনা ঘটে।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।

আরো পড়ুন
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

তিনি আরো জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

মন্তব্য

জয়পুরহাটে সহকর্মীর আঘাতে হোটেল কর্মচারী নিহত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
জয়পুরহাটে সহকর্মীর আঘাতে হোটেল কর্মচারী নিহত
প্রতীকী ছবি

জয়পুরহাটে সহকর্মীর আঘাতে জাহিদ হাসান (৩৫) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) সকালে শহরের নতুনহাট এলাকার ‘কুশুম সুইটস’ নামক দোকানে তুচ্ছ ঘটনায় দুই কর্মচারীর কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ কুশুম সুইটসের কর্মচারী শাহিনকে (১৯) আটক করেছে। তিনি ময়মনসিংহের ধোবাউড়া থানার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

নিহত জাহিদ হাসান (৪৫) ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে। তারা দুজনেই কুশুম সুইটসের কর্মচারী। 

আরো পড়ুন
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন

 

পুলিশ জানায়, রবিবার সকালে শহরের নতুনহাট এলাকার কুশুম সুইটসের কর্মচারী জাহিদ হাসানের সাথে তুচ্ছ ঘটনায় কর্মচারী শাহিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন তার হাতে থাকা পরোটা ভাজা লোহার খন্তা দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন। দ্রুত তাকে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে তিনি মারা যান। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, তুচ্ছ ঘটনায় শহরের নতুনহাট এলাকার কুশুম সুইটসে হত্যার এ ঘটনা ঘটেছে। ঘটনার পর হোটেল কর্মচারী শাহিনকে আটক করা হয়েছে।

মামলার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় কিশোরীর আত্মহনন
প্রতীকী ছবি

সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে লাবিহা তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) ভোরে শেখঘাট সরকারি কলোনির বিপরীতের একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। লাবিহা শেখঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে লাবিহাকে বকা দেন তার মা।

এতে অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায় সে। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে ভোরের দিকে বাসার পাশের গলির এক কোনায় টেলিফোনের তারে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাবিহাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে রাগ করে সে আত্মহত্যা করেছে। তার পরও ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

মন্তব্য

কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কর্মস্থলে ফিরতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া
সংগৃহীত ছবি

ঈদ শেষে সবাই কর্মস্থলে ফিরছে। এই যাত্রায় দ্বিগুণ বা তার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নেত্রকোনার কেন্দুয়া থেকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, আঠারোবাড়ি, ত্রিশাল ও নান্দাইলগামী বাস ও সিএনজিতে দ্বিগুণ আদায় করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী কেন্দুয়া থেকে ঢাকা পর্যন্ত ৪০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, কেন্দুয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত ৭০০ থেকে ১২০০ টাকা, কেন্দুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত ১৬০ টাকার পরিবর্তে ৩০০ টাকা, কেন্দুয়া থেকে কিশোরগঞ্জ ৮০ টাকার পরিবর্তে ২৫০ টাকা এবং কেন্দুয়া থেকে ত্রিশাল ১৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা নিচ্ছে একটি সিন্ডিকেট।

আরো পড়ুন
দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মার্চে

দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এলো মার্চে

চট্টগ্রামে কর্মরত পোশাক শ্রমিক রোকসানা আক্তার বলেন, 'সাত দিনের ছুটিতে বাড়ি এসেছিলাম। গার্মেন্টস খোলার কারণে এখন কর্মস্থলে ফিরছি। টিকেট না পেয়ে অন্য উপায়ে ১২০০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করেছি। যেখানে স্বাভাবিক সময়ে এই ভাড়া ৭০০ টাকা।
'

অতিরিক্ত ভাড়া আদায় ঠিক না বলে মন্তব্য করে ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজের অনার্সপড়ুয়া ত্বকী জানান, 'ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে আজকেই ফিরতে হয়েছে। সিএনজিতে ৩০০ টাকা ভাড়া দিতে হয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে এই ভাড়া ১৬০ টাকা।

আমরা ছাত্র মানুষ। বাবা অনেক কষ্ট করে আমাদের খরচ জোগাড় করেন।'

আরো পড়ুন
ফের শুরু হচ্ছে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ

ফের শুরু হচ্ছে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ

আলোচনা সাপেক্ষে সহনীয় পর্যায়ে ভাড়া নেওয়ার আহ্বান জানিয়ে ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বলেন, 'ঈদের আগে সিএনজিতে ত্রিশাল থেকে কেন্দুয়া এসেছি ১৫০ টাকায়, আর এখন ঈদ শেষে বিশ্ববিদ্যালয়ে যেতে ৪০০ টাকা গুণতে হচ্ছে। এটা খুবই অন্যায় এবং অমানবিক।'

বাড়তি ভাড়া আদায় করা মোটেও ঠিক নয় মন্তব্য করে নাম প্রকাশ না করার শর্তে সিএনজি স্টেশনের শ্রমিক নেতা বলেন, 'বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমার কাছে এসেছে।

'

উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে হবে বলে জানিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ওমর কাউয়ুম বলেন, 'বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারে জানতে পেরেছি। বাসস্ট্যান্ডে গেলে ড্রাইভারদের সিন্ডিকেট বলে, আমরা বেশি ভাড়া আদায় করছি না। পরক্ষণেই আবার বেশি ভাড়া আদায় করার অভিযোগ পাই।'

আরো পড়ুন
মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি

মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি

কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সিএনজি ও বাসস্ট্যান্ডে গিয়ে চালকদের এবং শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলি, ভাড়া যেন বেশি না নেন। 

মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, 'শনিবার দুপুরের দিকে সতর্ক করে বলেছি, সরকার নির্ধারিত ভাড়া আদায় করতে হবে। যদি কেউ বাড়তি ভাড়া আদায় করেন, আমরা ব্যবস্থা নেব।'

আরো পড়ুন
মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি

মুসলিম জাতির এই পরিস্থিতির কারণ ও করণীয় জানালেন আজহারি

মন্তব্য

সর্বশেষ সংবাদ