<p>জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য মজলিসে শুরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের একটি মিলনায়তনে নবগঠিত জেলা মজলিসে শুরার উদ্বোধনী অধিবেশনে জেলা আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারী সদস্যদের পরামর্শক্রমে জেলা সেক্রেটারি হিসেবে জাহিদুল ইসলামকে মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট কর্মপরিষদ গঠন করেন। </p> <p>জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। </p> <p>প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই দেশ এই মাটি ইসলামের জন্য উর্বর। ইসলামবিরোধী শক্তি যখনই ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই মহান আল্লাহ একটি উপায় অবলম্বন করে ইসলামী চিন্তা-চেতনা, তাহজীব-তমদ্দুন ও সংগঠনকে রক্ষা করেছেন। তাই এই জমিনের প্রতি ইঞ্চি মাটিতে ইসলামের বীজ বপন করে আগামী দিনে পূর্ণাঙ্গ ইসলামী সমাজ বিনির্মাণের জন্য প্রস্তুত করতে হবে। </p> <p>তিনি আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৫ বছর এ দেশের মানুষকে শোষণ করেছে। মানুষের জীবনমানের মারাত্মক সংকট সৃষ্টি করে জনরোষের ভয়ে দলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অধিকাংশ সিনিয়র নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। এ দেশের মানুষ আর ফ্যাসিবাদ দেখতে চায় না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে বদ্ধপরিকর।<br />  <br /> মজলিসে শুরার অধিবেশনে গঠিত নতুন জেলা কর্মপরিষদে মনোনীতরা হলেন- জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর ও মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ হেদায়াত উল্লাহ ও আল আমীন মু. সিরাজুল ইসলাম, সদস্য দিদারুল আলম, অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইসলামাবাদী, আখতার আহমদ, মাওলানা শফিউল হক জিহাদী, জাকির হোসাইন, মোহাম্মদ শাহজাহান, আব্দুল্লাহ আল ফারুক ও  অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী।</p> <p>পরে নবগঠিত মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের জেলা আমির শপথবাক্য পাঠ করান।</p>