চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। পরে দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চরমোনাই পীরের সঙ্গে এ বৈঠকে বসেন বিএনপির মহাসচিব।

এর আগে রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির এক বিবৃতি পাঠান।

বিবৃতিতে গণমাধ্যমের প্রতিনিধিদের এই সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।

বলা হয়, এই বৈঠক দেশের রাজনৈতিক পরিস্থিতির আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যেখানে উভয় পক্ষের মতামত ও অবস্থান নিয়ে আলোচনা হবে।

পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্যপ্রচেষ্টার মধ্যে বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপতের ঐক্য ধরে রেখে মিত্র বাড়াতে চায় দলটি।

জানা গেছে, সম্প্রতি চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতের পর এবার বিএনপির মহাসচিবের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে তিন জেলায়

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে তিন জেলায়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি : টুকু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি : টুকু
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি।’

তিনি বলেন, ‘দেশে নির্বাচন যত দেরি হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার তেমনি আমাদেরও একটি কালচার আছে।

তিনি বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ঈমান-আকিদা আছে। আমরা নামাজ-রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভবান হওয়ার সুযোগ নেই।

বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাব।’

জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।

উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মন্তব্য

বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে : মুরাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে : মুরাদ
সংগৃহীত ছবি

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো এখনও সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবধিবাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এ জন্য আমরা ধৈর্য ধরছি।

সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে, কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উশৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্ব বক্তব্য রাখেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।

মন্তব্য

ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থামেনি : বাবুল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থামেনি : বাবুল
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে, ষড়যন্ত্র কিন্তু থামেনি। শেখ হাসিনা হাজার হাজার, লক্ষ লক্ষ নেতাকর্মী ফেলে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে। খালেদা জিয়া কখনো পালাননি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় দেশ ও জাতিকে অরক্ষিত রেখে পালাননি।

বরং স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ওয়ান ইলেভেনের সময় আপোষ করলে ক্ষমতায় আসতে পারতেন। তিনি আপোষ করেননি।

খালেদা জিয়া মৃত্যুশয্যায় থেকেও আপোষ করেননি। আপনারা ভাইবেন না ইলেকশন হলেই  বিএনপি ক্ষমতায় আসবে। আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা সংস্কার নিয়ে ব্যস্ত।
গণপরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত। কিন্তু দেশের মানুষ গত ১৬ বছর যাবৎ ভোট দিতে পারেনি। তারা আগামী  জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বিএনপিকে ভেদাভেদ ভুলে বিজয়ী করতে হবে। সকলকে ঐক্যমত্যে আসতে হবে।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হাসান শামিমের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান প্রমুখ।

মন্তব্য

শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার
সংগৃহীত ছবি

জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) কুমিল্লার মেঘনায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ করেন আয়োজক সংগঠনের কুমিল্লা বিভাগীয় কমিটির সদস্যসচিব ডা. মো. মজিবুর রহমান। 

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাতমারা নালিতাপাড়ার শাহীনুর বেগমের বড় মেয়ের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় ডা. মজিবুর রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার মা জীবন দিয়েছেন। তাঁর কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরাঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি। দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ