জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাথে এক ব্যক্তির বাকবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) তার নিজ জেলার আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সারজিস ইউএনও অফিসে যান।
সেখান থেকে বের হওয়ার সময় বিএনপির ওই নেতার সাথে বাকবিতণ্ডা হয়।
জানা যায়, সারজিস আলম আটোয়ারী একটি সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওই বিএনপি নেতা সেই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।
ওই ভিডিওতে দেখা যায়, সারজিস আলম মুখোমুখি দাঁড়িয়ে ওই বিএনপি নেতাকে বলছেন- আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার।
তাদের কোন কোন জায়গায় প্রয়োজন- এটা আমি তাদের কাছে জানতে চাই।
আরো পড়ুন
রসুনের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে যা করতে হবে
তখন ওই বিএনপি নেতা বলেন, এটা কি তারা করতে পারেন? তখন সারজিস বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না।
ওই বিএনপি নেতা বলেন, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই। তার এমন আচরণে সারজিস আলম ওই ব্যক্তিকে বলেন, উত্তরবঙ্গের মানুষের সমস্যা হলো- কেউ কোনো উন্নয়ন কাজ নিয়ে আসলে তাকে সহযোগিতা না করে পিছন থেকে টানে।
সারজিস ওই বিএনপি নেতাকে জিজ্ঞাসা করেন যে, আপনি মনে করেন কিনা যে- আমি উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু নিয়ে আসতে পারব? তখন ওই বিএনপি নেতা বলেন, এটা সত্য।
ওই নেতা প্রশ্ন করেন যে, তারা এনসিপির মুখ্য সংগঠকের সঙ্গে কোন আইনে সভা করে? এ সময় সারজিস বলেন, আপনি যে আইনে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি একই আইনে তাদের থেকে সমস্যার কথা শুনতে পারি।
এ সময় ওই বিএনপি নেতা উচ্চস্বরে কথা বললে সারজিস তাকে স্বর নিচু করতে বলেন।