চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৭৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় আরো ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের চকবাজার থানায় মামলাটি করেছেন উপপরিদর্শক এনামুল হক। গত ২৫ মার্চ সন্ধ্যায় চট্টেশ্বরী মোড় এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।