মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে : নাহিদ ইসলাম
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। এ ছাড়া সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে।’

শনিবার (১৫ মার্চ) দুপুর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার ও বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট ও ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।

’  

তিনি বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী যে বাংলাদেশ এবং যে গণতন্ত্র একটা রিফর্ম (সংস্কার) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে কাজ করছেন, সেটার সারসংক্ষেপ ও পরিকল্পনা তারা তুলে ধরেছেন। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেছেন।’

এর আগে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজসহ বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

আপনি ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন—প্রধান উপদেষ্টাকে দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপনি ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন—প্রধান উপদেষ্টাকে দুদু
ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনাকে আমরা পছন্দ করি। আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আপনি দেশে এবং বিশ্বে এক ও অনন্য। আপনি ফেল করলে এই জাতি সাগরে পড়বে।

তাহলে আপনি এই জাতিকে সাগর থেকে উদ্ধার না করে ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন?’ 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ওই ইফতার মাহফিলের আয়োজন করে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।

আরো পড়ুন
ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের

ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘এখনো আপনার (প্রধান উপদেষ্টা) কথাবার্তায়, চাল-চলনে কুয়াশা থাকবে কেন? আপনি কুয়াশা কাটান। আমি মনে করি, এই সরকারের প্রধান কাজ কমবেশি সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ফ্যাসিবাদ চলে গেছে, এটা অনেকেই মনে করছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ হাসিনার এমপি-মন্ত্রীরা চলে গেছে এটা ঠিক, তবে কেউ যদি মনে করে ফ্যাসিবাদ চলে গেছে, তাহলে এটা বিপজ্জনক হতে পারে। স্বৈরতন্ত্রের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচিত কোনো সরকার এখন দেশে নেই।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটি গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য একটি সরকার গঠন করা হয়েছে। এদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সাধারণ জনগণের ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। সেই নির্বাচিত সরকার দেশের সংস্কার করবে। কিন্তু এই সরকার নিজেরাই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।
আমরা বিরোধিতা করিনি। গত কয়েক মাসে এই সরকারের কাজকর্ম দেখে আমরা আশাহত হয়েছি। বলা যায় হতাশাজনক। আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছি। সেই রোডম্যাপটা হচ্ছে কবে, কোন দিন, কোন মাসে নির্বাচন দেবেন, তার একটি ব্যাখ্যা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গত সাত মাসে এই কথাটি বলতে পারেনি।’

আরো পড়ুন
সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী

সুদানে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে সেনাবাহিনী

 

ফিলিস্তিনিনের মানুষদের সম্পর্কে দুদু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা সম্পূর্ণ মুসলিমবিশ্বের নেতৃবৃন্দের ওপর দায় দেব। কারণ মুসলিমবিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কখনো ফিলিস্তিনির ওপর এভাবে জুলুম-নির্যাতন চালাতে পারত না।’

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের জামিন শুনানির তারিখ পরিবর্তন

 

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন প্রমুখ।

মন্তব্য

‘বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘বিএনপির বিরুদ্ধে দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে’
ছবি : কালের কণ্ঠ

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো, এখনো সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার সেই দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।’

বৃহস্পতিবার ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।  

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবিধাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

আরো পড়ুন
বাংলাদেশ থেকে ৩ ধরনের ফল আমদানি করবে চীন : প্রেসসচিব

বাংলাদেশ থেকে ৩ ধরনের ফল আমদানি করবে চীন : প্রেসসচিব

 

তিনি বলেন, ‘দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এ জন্য আমরা ধৈর্য ধরছি।

সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।’

তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।

কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্ব এতে আরো বক্তব্য দেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না : এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না : এবি পার্টি
সংগৃহীত ছবি

আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন বলেছেন, ‘স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এর ভেতরেই কতিপয় ষড়যন্ত্রকারী। আওয়ামী স্বৈরাচারের দোসররা, দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাদের মনে রাখা উচিত, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না।’
 
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিজয়নগর এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৯তম গণইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা পুলিশ হেফাজতে

 

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসাইন বলেন, ‘আপনি (শেখ হাসিনা) চট করে আসার স্বপ্ন বাদ দেন। একবার এসেই দেখেন, আপনাকে আপ্যায়ন করার জন্য বাংলার জনগণ প্রস্তুত রয়েছে।

ফ্যাসিবাদের যেকোনো ধরনের উত্থানকে জনসাধারণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।’ 

তিনি আরো বলেন, ‘একজন নাগরিক হিসেবে আপনাদেরকে সবাইকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, এখান থেকে সব ধরনের উন্নয়ন হয়, এই ট্যাক্সের টাকায় গোটা রাষ্ট্র চলে। অথচ এই সরকারি অফিসগুলোতে আপনাদের সঙ্গে ন্যূনতম ভালো ব্যবহার করে না।

এ জন্য আমরা এবি পার্টি একদল প্রতিশ্রুতিবদ্ধ যুবককে সঙ্গে নিয়ে জাতিকে পরিবর্তন করার মিশনে নেমেছি।’

মাহফিলে আরো উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, এবি পার্টির স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, নারী উন্নয়ন বিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্বর্তী সরকারকে ফারুক

আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আপনাদের নিয়ে সমালোচনা হবে কিন্তু মনোবল হারাবেন না
ফাইল ছবি

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, ‘হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছেন। তাই আপনাদের নিয়ে আলোচনা-সমালোচনা হবে, কিন্তু আপনাদের কাছে অনুরোধ মনোবল হারাবেন না।’ 

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘বর্তমান প্রেক্ষাপট, সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ প্রজন্ম ’৭১ নামের সংগঠন।

আরো পড়ুন
ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার মামলা!

ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণচেষ্টার মামলা!

 

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমরা আপনাদের (সরকারকে) সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। আপনাদের আশপাশের কিছু লোক আপনাদের নিরাশ করার পরিকল্পনা করছে।

এদের সতর্ক করে দেন অথবা বের করে দেন, নির্বাচন বানচাল করার যারা ষড়যন্ত্র করছে।’ 

তিনি বলেন, ‘আমাদের ঐক্য থাকতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে তার উদাহরণ।

হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন, ছাত্র-জনতার আন্দোলনে তার পতন হয়েছে।’

সভায় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল ইসলাম রিপন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ