<p>সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সোনার দাম সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাজারটিতে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৩০০ দিরহাম ছুঁয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার খবর বিশ্ব মিডিয়ায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729170034-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার খবর বিশ্ব মিডিয়ায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436169" target="_blank"> </a></div> </div> <p>গত ১০ দিন আগে সোনার দাম ছিল ২৯২.৫০ দিরহাম। দুবাই জুয়েলারি গ্রুপের তথ্য মতে, ক্রমাগত দাম বেড়ে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতি গ্রাম সোনা বিক্রি হয় ৩০০.২৫ দিরহামে। একই সময় ২৪ ক্যারেট সোনার দাম ৩২৪.২৫ দিরহামে উঠে যায়। আগের দিন সন্ধ্যায় দাম ছিল ৩২৩.৭৫ দিরহাম। ১৮ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি বিক্রি হয় ২৪৯.২৫ দিরহামে। এ দিন বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ৬৮৩.৫৮ ডলার। গত সেপ্টেম্বরের শেষে দাম উঠেছিল দুই হাজার ৬৮৫ ডলার, যা সর্বকালের সব রেকর্ড ভেঙে দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729171789-9ff11ba7859ea2d71ea52fe60df7ee67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436182" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>ভারতভিত্তিক মালাবার গোল্ড অ্যান্ড ডায়ামন্ডসের ভাইস চেয়ারম্যান আবদুল সালাম কে পি বলেন, ‘সাত বছর আগে দুবাইয়ে বা সংযুক্ত আরব আমিরাতে ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৩০০ দিরহাম বললে কেউ বিশ্বাস করত না। এখন দাম আরো বেড়ে দুই হাজার ৭০০ ডলার থেকে দুই হাজার ৮০০ ডলার হয় কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দাম স্থির হবে কি না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।</p> <p>গহনা হিসেবে ক্রেতাদের কাছে ২২ ক্যারেটের সোনা সবচেয়ে বেশি জনপ্রিয়। ভারতের দীপাবলি উত্সব ঘিরে প্রতিবছরই এ সময় সোনার বেচাবিক্রি বেড়ে যায়। এবার দাম বেড়ে যাওয়ায় বিক্রি কম হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।</p> <p>সূত্র : খালিজ টাইমস</p>