<p>পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হোসাইন কনস্ট্রাকশন সাইটে এই ঘটনা ঘটে।</p> <p>সাইটের শ্রমিকরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাহবুব নামের এক যুবক ছাত্রদল নেতা পরিচয় দিয়ে কনস্ট্রাকশন সাইটের ম্যানেজারের রুমে ঢোকেন। সেখানে গিয়ে ম্যানেজারকে বলেন, ‘এই প্রকল্পে এখন থেকে আমরা ইট সরবরাহ করব। যদি অন্য কেউ ইট সরবরাহ করে তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ইট ঢুকতে দেব না, ক্যাম্পাসের ভেতরে ইটের কাজ বন্ধ থাকবে।’ </p> <p>ট্রাক থেকে শ্রমিকদের ইট নামানো দেখে ওই যুবক ম্যানাজারকে বলেন, কার অনুমতিতে ইট ঢুকছে ক্যাম্পাসে? এরপর একটা মোটরসাইকেল ডেকে ম্যানাজারকে বলেন, ‘আপনি আমাদের সঙ্গে চলেন, যা হওয়ার বাইরে হবে। এর কিছুক্ষণ পর ছয়জন যুবক কনস্ট্রাকশন সাইটে ম্যানেজারের রুমে গিয়ে ম্যানেজারের সঙ্গে উচ্চবাচ্য এবং খারাপ ব্যবহার করেন।’</p> <p>তবে এই বিষয়ে হোসাইন কনস্ট্রাকশনের ম্যানেজার কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এখানে আমাদের জীবনের নিরাপত্তার বিষয় আছে। আপনারা কেউ আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারবেন না। যে বা যারা আজকে এসেছে তাদের বিষয়ে আমাদের কম্পানি দেখবেন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারব না।’</p> <p>কনস্ট্রাকশন সাইটে যাওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘শুনতে পেয়েছি, কনস্ট্রাকশন সাইটে একদল বহিরাগত যুবক একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে প্রকল্পের কাজে বাধা দিয়েছেন। আমরা ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত বের হয়ে যান।’</p> <p>ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধের অনুরোধ জানিয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘বহিরাগতরা এভাবে প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করবে, এটা কখনোই কাম্য নয়।’</p> <p>এই বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক লিমন এবং সদস্যসচিব সানজিদ প্রান্ত বলেন, ‘যে নাম বলেছেন, এই নামে বিশ্ববিদ্যালয় এবং জেলা ছাত্রদলের কাউকে চিনি না। দল থেকে এই ধরনের কোনো কাজে জড়িত না হওয়ার কঠোর নির্দেশনা আছে।’</p> <p>জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমাদের দল থেকে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। যদি প্রমাণ পাই, ওই যুবকরা বিএনপি বা ছাত্রদলের কেউ হলে সাংগঠনিক ব্যবস্থা নেব।’</p>