<p style="text-align:justify">বরিশালে নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষোভ করেছেন ফরচুন শুজ লিমিটেডের শ্রমিকরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিসিকের ফরচুন কারখানার অভ্যন্তরে সহস্রাধিক শ্রমিক এই কর্মসূচি পালন করেন। </p> <p style="text-align:justify">পরে সেনাবাহিনী, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে অসন্তোষ দূর করে। তথ্যটি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।</p> <p style="text-align:justify">তিনি বলেন, প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধের কথা। কিন্তু ১৬ তারিখ হয়ে গেলেও ফরচুন কর্তৃপক্ষ টাকা পরিশোধ করছে না। এ জন্য শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে প্রশাসন ও মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলে ঘটনার সমাধান করেছে। মঙ্গলবার সকল শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে ফরচুন কর্তৃপক্ষ। </p> <p style="text-align:justify">শ্রমিক ইউসুফ বলেন, ‘বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এ জন্য সব শ্রমিক আন্দোলন করেছি। শেষে কারখানার বড় অফিসার পাঠিয়ে আগামীকাল (মঙ্গলবার) বেতন পরিশোধের কথা বলেছেন।’ বেতন না পেলে আরো বড় আন্দোলন করবেন বলে জানান তিনি।</p>