<p style="text-align:justify">আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ও দেশদ্রোহী আখ্যা দিয়ে সংগঠনটির রাজনীতি বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। </p> <p style="text-align:justify">আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন বাক স্বাধীনতাকামী শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের এই হক আদায়ের জন্য হলেও ছাত্রলীগের বিচার করতে হবে। ছাত্রলীগের অমানবিক নির্যাতনে আবরার ফাহাদের মৃত্যু হয়েছে। এই খুনিদের বিচার করতে হবে। তাদের ছাত্রসমাজ বয়কট করেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে : অ্যাটর্নি জেনারেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728299792-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে : অ্যাটর্নি জেনারেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/07/1432762" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ক্যম্পাসে ছাত্রলীগের নির্যাতনের বর্ণনা দিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম আলী বলেন, ‘ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি করেছে। শিক্ষার্থীদের মুখ চেপে ধরেছে। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই শিবির ট্যাগ দেওয়া হয়েছে। কোনো অভিযোগ ছাড়াই ছাড়াই জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলও করেছে। এসব অপকর্মের জন্য অবৈধ ফ্যাসিস্টদের জবাব দিতেই হবে।’</p> <p style="text-align:justify">ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ বলেন, ‘আবরার ফাহাদ ভাই আমাদের গর্ব। দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় আবরার ফাহাদ প্রথম শহীদ। দেশের ভালোর জন্য কথা বলায় ছাত্রলীগের গুণ্ডারা তাকে পিটিয়ে হত্যা করে। কতটা অমানবিক হলে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তা ভাবতেও ভয় লাগে। বাংলাদেশে এই ছাত্রলীগ নামের গুণ্ডা লীগকে কোনো প্রকার রাজনীতি করতে দেওয়া যাবে না। প্রতিটা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না : ড. মাসুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728299736-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না : ড. মাসুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/07/1432761" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ইসলামিক স্টাডিজ বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী আবরার হামিম বলেন, “একটা সময় ছিল শিক্ষার্থীদের জন্য আতঙ্কজনক। ছাত্রলীগের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা সব সময় মারধরের শিকার হয়েছেন। ছাত্রলীগের পাশাপাশি জগন্নাথে কাজ করত ‘শিক্ষক লীগ’। আমার ফেসবুক অ্যাক্টিভিটির কারণে ছাত্রলীগ সব সময় লেগে থাকত। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনও জড়িত ছিল। আমাকে শিবির ট্যাগ দিয়ে হয়রানি করেছে ডিবি দিয়ে। অনেক শিক্ষার্থী আছে যাদের সব সময় হয়রানি করেছে। নূর নবীকে ক্যাম্পাস থেকে প্রশাসন ডিবির হাতে তুলে দেয়। এর বিচার করতে হবে।’ </p> <p style="text-align:justify">বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমন বলেন, ‘স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলায় ছাত্রলীগের দালালরা বাসে আটকে আমাকে অমানবিক নির্যাতন করেছে। এই সন্ত্রাসীরা আমাকে মেরে ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেয়। ন্যায় কথা বললেই তারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728297928-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/07/1432756" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্মরণসভায় ১২ ব্যাচের শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহানের তত্বাবধানে সঞ্চালনা করেন রাকিব হাসান। এ সময় আরো বতৃতা দেন ছাত্রদলের সহসাংগাঠনিক সম্পাদক মাহিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান বিন অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল ও ইভান তাহসিব।</p>