<p style="text-align:justify">‌‌‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখ বন্ধ থাকবে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735538433-a482e7d11ed6d8b1ec97321a2725c50c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ঢাকায় ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/30/1462981" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">প্রবেশপথগুলো হলো— শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত।</p> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত গাড়ি (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী ও সাংবাদিক) ব্যতীত অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান, আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানো যাবে না।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ইনু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735537857-ea30d07c62a62d002dd9570f94ab9e9b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ইনু</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/30/1462979" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘গতকাল বারো ঘণ্টা ক্যাম্পাসের প্রবেশপথ বন্ধ থাকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে আমাদের কনসার্ন হচ্ছে রাত বারোটার সময়টা। সে সময় যাতে বেশি ভিড় না হয় বা বহিরাগত ক্যাম্পাসে ভিড় করতে না পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="জয় স্বস্তি দিলেও শিরোপার সুযোগ নেই, বললেন গার্দিওলা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/30/1735536104-082864f4ae239bc1949374585fc56237.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">জয় স্বস্তি দিলেও শিরোপার সুযোগ নেই, বললেন গার্দিওলা</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/30/1462973" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">সে জন্য তাড়াতাড়ি বিকেল ৫টায় বন্ধ করার সিদ্ধান্ত থেকে আমরা দুই ঘণ্টা পিছিয়েছি। ওদিন শহীদ মিনারে অনেক বড় সমাবেশও হবে। সেই মানুষগুলোও যাতে সমাবেশ শেষে সহজে ক্যাম্পাস এলাকা ত্যাগ করতে পারে, সেটিও বিবেচনা করে সন্ধ্যা ৭টা থেকে প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’</p>