সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব

রাজধানীর সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামে নতুন বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছে সাত কলেজের জন্য স্বতন্ত্র রূপরেখা প্রণয়ন কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এই রূপরেখা প্রণয়ন কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিকল্পনা কমিশনে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে এক বৈঠকে এই নতুন নামকরণের প্রস্তাব দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য ও রূপরেখা প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও ইউজিসির অন্য সদস্য অধ্যাপক মো. সাইদুর রহমান।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অভিভাবকহীন হয়ে পড়ে সাত কলেজ। এরপর গত মঙ্গলবার সাত কলেজের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই বৈঠকের সূত্র ধরেই রাজধানীর সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দেওয়া হলো।

ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ কালের কণ্ঠকে বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান স্মরণ করে রাখতে আমরা সাত কলেজের জন্য ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ নামটি প্রস্তাব করেছি। আমরা আরো কয়েকটি নাম নিয়ে আলোচনা করেছি। তবে এই নামটি বিশেষভাবে আকৃষ্ট করেছে। শিক্ষা উপদেষ্টাও নামটির প্রশংসা করেছেন।

তবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তারা যদি নামটি মেনে নেয় তাহলেই আমরা চূড়ান্ত করব।’

কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দেড় লাখ। শিক্ষক এক হাজারের বেশি। 

অধ্যাপক ফায়েজ আরো বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে চাই।

এ জন্য একাধিক মডেল নিয়ে কাজ করা হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় হবে শুধু সাত কলেজের জন্য। সরকারও এ ব্যাপারে খুবই আন্তরিক। আমি শিক্ষার্থীদের বলব, তাদের মধ্যে যেন কোনো ভাঙন সৃষ্টি না হয়।’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকার সাতটি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে যেসব লক্ষ্য নিয়ে এটি করা হয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ায় কয়েক বছর ধরে অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর পরদিন ২৭ জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকের পর ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ সাত কলেজের অধিভুক্তি বাতিল করার ঘোষণা দেন।

মন্তব্য

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ইবি শিক্ষার্থীবাহী বাস, আহত ২০
ইবির শিক্ষার্থী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। ছবি: কালের কণ্ঠ

কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভাড়ায় চালিত একটি বাস। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। 

এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল, ইবি চিকিৎসাকেন্দ্র ও বাজার সংলগ্ন ওষুধ দোকানগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঘটনার পর থেকে বাসটির চালক ও হেলপার পলাতক আছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া থেকে সকাল ১০ টায় বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দ্রুত গতিতে চলছিল। এসময় সামনে থাকা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শোনার পরেই আমরা ঘটনাস্থলে আসি। অনেকেই আহত হয়েছেন। ১২ শিক্ষার্থীকে আহত অবস্থায় কুষ্টিয়া মেডিক্যালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে  ৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক ।

তবে ৪ জন একটু বেশি আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।

মন্তব্য

রোবট

    সপ্তম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ে তোমরা রোবট সম্পর্কে জেনেছ। আধুনিক বিজ্ঞানের আশীর্বাদ এই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আরো যা জানতে পারো
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রোবট
বাংলাদেশের প্রথম হাঁটা রোবট ‘লি’। ছবি : সংগৃহীত

এক বাহু দিয়ে প্রায় দুই হাজার ৩০০ কেজি ওজনের বস্তু তুলতে পারে একটি রোবট। রোবটিক এই বাহুর নাম ফানুক এম-২০০০আইএ/২৩০০। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রোবট এটি। এবার আসি দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম রোবট প্রসঙ্গে।

আরো পড়ুন
আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

 

গত ২০ বছরে বিশ্বব্যাপী ৫০ লাখের বেশি অপারেশন করেছে এটি। এ রকম হাজারো উদাহরণ দেওয়া যাবে রোবট নিয়ে, যা ছিল একসময় কল্পনাতীত। কল্পবিজ্ঞান থেকে বাস্তবতা—রোবট এখন ছাড়িয়ে গেছে সব কিছু। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় রোবট আজ মানুষের নানা কাজে সহায়তা করছে।

শিল্প-কারখানা থেকে শুরু করে চিকিৎসা, কৃষি, এমনকি ব্যক্তিগত সহকারী হিসেবেও রোবটের ব্যবহার বাড়ছে। মানুষ যেখানে কাজ করতে পারে না বা ঝুঁকিপূর্ণ পরিবেশ, সেখানেও দক্ষতার সঙ্গে কাজ করছে এই যন্ত্রমানব।

রোবটের ধারণা নতুন কিছু নয়। ১৯২০ সালে চেক লেখক কারেল চ্যাপেক তাঁর নাটকে প্রথম ‘রোবট’ শব্দটি ব্যবহার করেন।

এরপর বিজ্ঞানী আইজ্যাক আসিমভ রোবটের তিনটি মৌলিক নীতি তুলে ধরেন, যা এখনো রোবটিকসের নীতিমালা হিসেবে ব্যবহৃত হয়। রোবট কোনো মানুষের ক্ষতি করতে পারবে না, তাকে মানুষের আদেশ মানতে হবে (যদি তা প্রথম নিয়মের বিপরীতে না যায়) এবং তাকে নিজের অস্তিত্ব রক্ষা করতে হবে (যদি তা প্রথম দুটি নিয়মের সঙ্গে সাংঘর্ষিক না হয়)—এগুলোই রোবটিকসের নীতিমালা।

আরো পড়ুন
গত এক-দেড় মাস প্রচুর ব্যস্ততায় ছিলাম : নাদিয়া

গত এক-দেড় মাস প্রচুর ব্যস্ততায় ছিলাম : নাদিয়া

 

একটি রোবটের সম্পূর্ণরূপে কাজ করতে মূলত তিনটি জিনিসের সমন্বয় দরকার— হার্ডওয়্যার, সফটওয়্যার ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)। প্রথমদিকে রোবটের ব্যবহার ছিল শিল্প-কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তার জন্য। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত হওয়ার পর রোবটের কার্যক্ষমতা বহুগুণ বেড়ে যায়।

চিকিৎসা খাতে রোবট এখন শল্যচিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শিল্প খাতে রোবট মানুষের বিকল্প হিসেবে বিশেষ ঝুঁকিপূর্ণ কাজ করছে। কৃষিক্ষেত্রে স্বয়ংক্রিয় রোবট এখন চাষাবাদ, বীজ রোপণ, কীটনাশক ছিটানো, এমনকি ফসল সংগ্রহেও ব্যবহৃত হচ্ছে।

আরো পড়ুন
‘এসএজি’ পুরস্কার উঠল যাদের হাতে

‘এসএজি’ পুরস্কার উঠল যাদের হাতে

 

রোবটের ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগও আছে। অনেকে মনে করেন, এটি মানুষের চাকরির সুযোগ কমিয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, রোবট মানুষের জায়গা নেবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

বাংলাদেশের প্রথম হাঁটা রোবট ‘লি’ উদ্ভাবন করেছেন শাজলালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ২০১৯ সালের ২০ এপ্রিল শনিবার আইআইসিটি ভবনে রোবটটি সবার সামনে উন্মুক্ত করা হয়।

আল সানি

প্রাসঙ্গিক
মন্তব্য

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ কাল
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের একাংশের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আগামীকাল বুধবার। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংগঠনের আত্মপ্রকাশ হবে। 

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের বিজ্ঞানী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। 

তিনি বলেন, আগামীকাল (বুধবার) মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে।

আজ রাতে আত্মপ্রকাশ বিষয়ক বিস্তারিত গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

দ্রুত জকসু নীতিমালা ও নির্বাচনের দাবি জবি ছাত্রফ্রন্টের

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
দ্রুত জকসু নীতিমালা ও নির্বাচনের দাবি জবি ছাত্রফ্রন্টের

দ্রুত জকসু নীতিমালা ও নির্বাচন, ইউজিসি কৌশলপত্র ও সান্ধ্যকালীন কোর্স বাতিল, অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালুসহ ১৯ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এ সম্মেলন করে সংগঠনটি। এসময় তারা উপাচার্য বরাবর তাদের দাবিনামা উপস্থাপনের কথা জানান।

তাদের দাবিগুলো হলো -বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে দ্রুত জকসু নীতিমালা সংযোজনসহ শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন দিতে হবে।

ভর্তুকি দিয়ে ২০ টাকায় দুপুর ও রাতের খাবারসহ ক্যাফেটেরিয়া উন্নয়ন করতে হবে।

২০২৬ সালের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে আবাসন এবং এর আগ পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধি, গবেষণা সুযোগ সম্প্রসারণ, তহবিল নিশ্চিত ও মানসম্মত প্রকাশনায় আর্থিক প্রণোদনা দিতে হবে। শিক্ষক নিয়োগে গবেষণা অভিজ্ঞতা অগ্রাধিকার, লিখিত পরীক্ষা, ডেমো ক্লাস ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

মেডিক্যাল সেন্টার এবং কাউন্সিলিং সেন্টারে ২৪ ঘণ্টা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসামগ্রী বাড়াতে হবে। ইউজিসির কৌশলপত্র বাতিল, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও সান্ধ্যকালীন কোর্স বাতিল করতে হবে। প্রতিটি বিভাগে আধুনিক ল্যাব, শিক্ষাসুবিধা ও উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন সেল কার্যকর ও অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন ও দুর্নীতি শ্বেতপত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। রেজিস্ট্রার ভবন, আইটি সেল, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ প্রশাসনিক বিভাগে সরল অনিয়ম ও হয়রানি বন্ধে ডিজিটালাইজড সিস্টেম চালু করতে হবে। ওয়ান-স্টপ-সার্ভিস চালু করতে হবে।

শহীদ সাজিদ ভবনে পর্যাপ্ত লিফট এবং নারী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ওয়াশরুম নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা রেখে আধুনিকীকরণ করতে হবে।

ক্যাম্পাসে বাসের সংখ্যা ও শাটল বাসের রুট বৃদ্ধি করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। ক্যাম্পাসের পরিবেশ উন্নত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার প্রেক্ষিতে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ এবং Graduate Teaching Assistant নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে।

সম্মেলন শেষে শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা খুবই ভয়াবহ ও সংকটপূর্ণ সময় পার করছি। মানুষের নিরাপত্তা ও একাধিক ধর্ষণের বিচারের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্ররা রাস্তায় নামছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠছে। আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাই।

মন্তব্য

সর্বশেষ সংবাদ