চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার
সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের চট্টগ্রামে জানাজা আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর রাউজান গহিরা মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু।

এর আগে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

আরো পড়ুন
নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি : সেনাপ্রধান

নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি : সেনাপ্রধান

 

পরিবারের সদস্যরা জানান, আজ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

এদিকে আবদুল্লাহ আল নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ধানমণ্ডির বাসায় নেতাকর্মীরা আসতে শুরু করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ নেতারা বাসার পথে।

বাদ আসর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে আবদুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরো পড়ুন
হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

 

ছাত্রজীবন শেষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে। পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন। ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত হন। ১৯৭০ সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন। জিয়াউর রহমান বিএনপি গঠনের পর ১৯৮১ সালে যোগ দেন দলটিতে। চট্টগ্রামের রাউজান ও কোতোয়ালি আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময়
সংগৃহীত ছবি

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এক ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি বিলাসবহুল গাড়ি আর নেতাকর্মীদের মোটসাইকেলের বহর নেয়ার পরিবর্তে রিকশায় চড়ে নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোড়ন সৃষ্টি করেছে।

ঈদের দিনসহ কয়েকদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন অলিগলিতে রিকশায় ঘুরে জনগণের খোঁজখবর নিয়েছেন।

তার এই সরল ও আন্তরিক আচরণ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে। এ সময় এম জহির উদ্দিন স্বপনের সঙ্গে ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

আরো পড়ুন
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

 

জহির উদ্দিন স্বপন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে রিকশায় চড়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন, যা জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা আলম বেপারি, খলিলুর রহমান, সামীমসহ অনেকেই বলেন, বিগত আওয়ামী দুঃশাসনের চরম সংকটকালেও এই নেতা জনগণের পাশে ছিলেন।

তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তার রিকশা নিয়ে সফরের সময় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে কুশল বিনিময় করে এবং ভালোবাসা প্রকাশ করে।
 
সাবেক এমপি জহির উদ্দিন স্বপন তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। তরুণরা তার কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছেন এবং তাদের জন্য তিনি একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করেছেন।
তার এই ব্যতিক্রমী রাজনৈতিক কর্মকাণ্ড এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আরো পড়ুন
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

 

জহির উদ্দিন স্বপন কালের কণ্ঠকে বলেন, বিগত ১৫ বছর তাকে এলাকায় যেতে দেওয়া হয়নি। ৫ আগস্টের পর এবারের ঈদে মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করেছে। সাধারণ মানুষের সেই আনন্দে তিনিও শামিল হয়েছেন। এবারে প্রান্তিক জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

মন্তব্য

দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেড় যুগ পর গৌরনদী কেন্দ্রীয় ঈদের জামাতে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন
সংগৃহীত ছবি

প্রায় দেড় যুগ পর গৌরনদীর কেন্দ্রীয় ঈদের নামাজের জামাতে অংশ নিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। এতে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে গৌরনদী কলেজসংলগ্ন কেন্দ্রীয় ঈদ্গাহ ময়দানে তিনি নামাজে অংশগ্রহণ করেন। এ সময় বিপুলসংখ্যক বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা ঈদের নামাজে অংশ নেন।

 

আরো পড়ুন
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

 

নামাজ শেষে দোয়ায় জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত সব শহীদ, ফিলিস্তিনের গাজায় নির্যাতিত নিরীহ মুসলিম, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 ঈদুল ফিতর উপলক্ষে পুরো এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে  ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড লাগানো হয়।  

উল্লেখ্য, গত ১৫ বছর গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি নেতাকর্মীদের জন্য রীতিমতো নিষিদ্ধ জনপদে পরিণত হয়েছিল। স্থানীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের বাড়িতে এসে ঈদসহ সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হতো।

মন্তব্য

‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
‎লিবিয়ায় জিম্মি থেকে মুক্তি পেয়ে ফিরলেন ‎পিরোজপুরের লোকমান
সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা লোকমান হোসেন লিবিয়ার জিম্মি থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। তিনি সাপলেজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নলী জয়নগর গ্রামের বাসিন্দা।

গতকাল বুধবার (২ এপ্রিল) মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দালাল দাদন জমাদ্দারের মাধ্যমে লিবিয়াতে জিম্মি থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বলে জানিয়েছে তার পরিবার।

লোকমান হোসেন বলেন, ‘শাহ আলম নামের একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছি বিদেশ যাওয়ার জন্য, কিন্তু আমাকে বিক্রি করে দেন অন্য এক দালালের কাছে।

তারপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য শুরুতে ১০ লাখ টাকা দিয়েছি সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের দালালকে। কিন্তু আমাকে ইতালি পাঠাননি। তারা অনেক নির্যাতন করত, বাঁচার জন্য বাড়িতে টাকা চাইতাম। বাড়ির বসতঘরের জমি বিক্রি করে দিয়ে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দিয়েছি ১২ লাখ।
লিবিয়ায় ত্রিপলি জহুরাঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে রাখে এবং মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করে।’

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

লোকমান হোসেনের স্ত্রী রিমি আক্তার (২৮) বলেন, ‘স্বামীকে মুক্ত করার জন্য দালালের বাড়িতে গিয়ে আমরা অনেক দিন থেকেছি। তিনি নিশ্চিত মুক্তি পেয়েছেন সেটা জেনে সেখান থেকে আমরা এসেছি। আমার স্বামী আজ ১১ মাস পরে দেশে ফিরেছেন।

বেঁচে আছেন কি না, সেটাও জানা ছিল না ‘

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছেন। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।

আরো পড়ুন
বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

বাগাতিপাড়ায় ১৫ দিনব্যাপী বাঘার ঈদ মেলা শুরু

 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম বলেন, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তার সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
তালতলীতে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। নিহত প্রেমিক যুগলের নাম ইকবাল হাওলাদার ও লামিয়া বেগম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ইকবাল বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ও স্বামী পতিত্যক্তা নিহত লামিয়া পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : সরোয়ার

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। ইকবাল তার প্রেমিকা লামিয়াকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসেছেন। এমন সংবাদ শুনে লামিয়ার মা হাজেরা বেগম সেখানে আসেন। ওই সময় ইকবাল ও তার মেয়েকে গালমন্দ করেন তিনি।

এতে ক্ষোভে ইকবাল ও লামিয়া ঘরের চালের রুয়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

আরো পড়ুন
মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

মা-ভাইকে কুপিয়ে জখম করলেন বড় ভাই

 

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ‘প্রেমিক যুগলের আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ