খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক হামলার বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাছুদের উপস্থিতিতে শিক্ষকদের দুই দফায় বৈঠকে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে সকল শিক্ষক ঐক্যমত হয়েছেন।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয় বলে জানিয়েছেন কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ।
কুয়েটের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৯৮ তম সিন্ডিকেটের (জরুরি) সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি (ছাত্রত্ব বাতিল, চাকরিচ্যুত) প্রদানের সিদ্ধান্তটি উপস্থিত সকলকে অবগত করেন। একইসাথে, এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে গৃহীত পদক্ষেপসমূহ সকলের সাথে আলোচনা করেন।