ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মঠের গোড়ায় প্রধান সড়কের পাশেই ছোট্ট একটি প্যান্ডেল বানিয়ে বসে আছেন তিন-চারজন। সামনে বেশ কিছু মানুষের জটলা। একজন মাইক হাতে জামায়াতের যোগদানের জন্য আহ্বান জানাচ্ছেন। কেউ কেউ প্যান্ডেলে ঢুকে জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করে একটি টোকেন নিয়ে যাচ্ছেন।
ফরম পূরণ শেষে যাওয়ার সময় কথা হয় রিকশাচালকা মো. সুজনের সঙ্গে। তিনি বলেন, ‘সব দলই তো দেখলাম। অহন জামায়াত কী করে দেহি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত সম্পর্কে আমি আগে থেকেই জানি।
অহন সুযোগ অইছে দেইক্কা ফরম ফিলাপ করলাম।’
রবিবার বিকেলে পৌর মুক্তমঞ্চের সামনে কথা হয় মো. সুজনের সঙ্গে। তিনিসহ আরো অনেককেই জামায়াতের সহযোগী সদস্যের ফরম পূরণ করতে দেখা যায়। দুপুর থেকে জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।
বিকেলে এ কার্যক্রমের উদ্বোধনকালে জেলা জামায়াতের আমীর মো. মোবারক হোসেন, সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সাধারণ মানুষের মাঝে প্রচারণা চালান।