ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৬

করোনায় মৃতদের পাশে নেই স্বজনরা, দাফন করে স্বাধীন মঞ্চ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
করোনায় মৃতদের পাশে নেই স্বজনরা, দাফন করে স্বাধীন মঞ্চ

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া কক্সবাজারের চকরিয়ার সত্তরোর্ধ এক নারীসহ দুইজনের দাফনে কেউ এগিয়ে আসেননি। একজনের লাশ হাসপাতালে পড়ে থাকলেও সন্তান-সন্ততি, পরিবার সদস্য, নিটকাত্মীয়সহ কোন স্বজনই এগিয়ে যাননি লাশ গ্রহণ করতে। এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের অনুরোধে লাশ দাফনে এগিয়ে যায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বাধীন মঞ্চ এর তিন কর্মী ও ইসলামিক ফাউন্ডেশনের দুইজন সুপারভাইজার। এই পাঁচজনের সমন্বয়ে চকরিয়াতে শুরু হয়েছে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জানাযা ও দাফন।

জানাজা-দাফনে অংশগ্রহণ করা স্বাধীন মঞ্চ এর তিন কর্মী হলেন যথাক্রমে উপ-সমন্বয়ক সৌরভ মাহাবী, সরওয়ার ইমরান ও জায়েদ হোসেন নয়ন। আর ইসলামিক ফাউন্ডেশনের দুইজন হলেন মাওলানা আমির হোসেন ও হাফেজ মাহবুবুল আলম।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা মাদ্রাসা পাড়ার মরহুম এনামুল হক চৌধুরীর স্ত্রী জওশন আরা (৭০)। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার আনোয়ার খাঁন হসপিটালে মারা যান তিনি।

সেই লাশটি গ্রামের বাড়িতে দাফনের জন্য আগ্রহ প্রকাশ করলেও কেউই এগিয়ে আসেননি। শেষপর্যন্ত স্বাধীন মঞ্চ ও ইসলামিক ফাউন্ডেশনের ৫ জনের দল
বৃহস্পতিবার গভীর রাতে জানাযা ও দাফনকার্যে অংশ নেন।

সূত্র আরো জানায়, একইরাতে রামুর আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা আক্রান্ত চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার ফজল করিমের পুত্র নুরুল ইসলাম (৫২)। কিন্তু তাঁর লাশ দাফন করা তো দূরের কথা, বার বার তাগাদা দেওয়ার পরও হাসপাতাল থেকে কেউ লাশ পর্যন্ত গ্রহণ করতে যাননি।

এই অবস্থায় আজ শুক্রবার সকালে স্বাধীন মঞ্চ ও ইসলামিক
ফাউন্ডেশনের দলটি করোনায় মৃত নুরুল ইসলামের জানাযা ও দাফন সম্পন্ন করে।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন মঞ্চ স্থায়ী পরিষদ সদস্য তানভীর আহমদ সিদ্দিকী তুহিন কালের কণ্ঠকে বলেন, আমরা আগে থেকেই আঁচ করতে পেরেছি, করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে স্বজনেরাও জানাযা-দাফনে এগিয়ে আসবে না। তাই সামাজিক অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি করোনায় মৃত ব্যক্তির দাফনের বিষয়টি মাথায় রেখে স্বাধীন মঞ্চ সদস্যদের সমন্বয়ে একটি টিম গঠন করে রাখি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ কালের কণ্ঠকে বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াটা কোন অপরাধ নয়। কিন্তু সংক্রমণের ভয়ে আপন ছেলে থেকে শুরু করে একেবারে কাছের স্বজনেরাও দাফনকার্যে অপারগতা প্রকাশ করায় এগিয়ে এসেছে স্বাধীন মঞ্চের
কর্মীরা।

এজন্য স্বাধীন মঞ্চ এবং ইসলামিক ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে। যারা মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে এই মহতি কাজে আমার ডাকে সাড়া দিয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দিয়ে হয়রানি, স্কুল শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
ফেসবুকে ‘অবমাননাকর’ পোস্ট দিয়ে হয়রানি, স্কুল শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হেয় করার অভিযোগ নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানার সাময়িক বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় এক বিজ্ঞপ্তি মাধ্যমে আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে তাকে বহিষ্কার করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন রেজওয়ানা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আপত্তিকর, অবমাননাকর, কুরুচিপূর্ণ, অশ্লীল পোস্ট করায় সরকারি চাকরির বিধি মালা লঙ্ঘন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন
দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

দেশে ৭১ শতাংশ মৃত্যুর জন্য দায়ী অসংক্রামক রোগ

 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা এর আগেও একাধিক চিকিৎসক, প্রকৌশলী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণামূলক কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

২০২৪ সালে এক ব্যক্তির কাছ থেকে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করেন তিনি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শারমিন রেজওয়ানা তার ব্যক্তিগত আইডি থেকে সাবেক একজন জেলা পরিষদের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র নেতা, একজন কলেজের অধ্যক্ষ প্রকৌশলীসহ ৮ জন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেন।

বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত সহকারী শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

আরো পড়ুন
গুলিতে শ্রমিকের মৃত্যু : সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

গুলিতে শ্রমিকের মৃত্যু : সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় বলেন, ‘শারমিন রেজওয়ানার বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে।

তার কিছু ডকুমেন্টস আমাদের হাতে এসেছে। ডকুমেন্টের উপর ভিত্তি করে সাময়িক বহিষ্কার করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অভিযুক্ত শারমিন রেজওয়ানাকে ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি।

তবে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করেছি, এটা ঠিক। কিন্তু আমার একমাত্র চাকরি চলে গেলে আমাকে রাস্তায় বসতে হবে। তাই আমার কৃতকর্মের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

মন্তব্য

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুরে ট্রাকচাপায় আব্দুল আউয়াল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আউয়াল বলদীপুকুরে পায়রাবন্দ ইউনিয়নের মনিনপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ থেকে একটি মোটরসাইকেলে ব্রিজের নিচ দিয়ে পূর্ব দিকে পার হচ্ছিলেন আউয়াল।

এ সময় উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। চালককে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশকে বলা হয়েছে ট্রাকচালককে আটক করার জন্য।’

ওসি আরো বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য

গুলিতে শ্রমিকের মৃত্যু : সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
গুলিতে শ্রমিকের মৃত্যু : সাবেক শিক্ষামন্ত্রীসহ ৩২৫ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মো. ইউসূফ (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে। 

ঘটনার ৮ মাস পর আজ বুধবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন ইউসূফের বাবা মো. ইউনুছ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত শ্রমিকের বাবা ইউনুছ বাদী হয়ে সাবেক শিক্ষামন্ত্রীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এখন মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, মামলায় সাবেক কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী, ওয়াসিম উদ্দিন চৌধুরী, তৌফিক আহম্মেদ চৌধুরী, জাফর আলম চৌধুরী, আবদুস সবুর লিটন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল টিপুসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী মো. ইউনুছ অভিযোগ করেছেন, ভুক্তভোগী ইউসুফ তার ছেলে। গত বছরের ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ তার মাকে জানিয়েছিল, দেওয়ানহাট এলাকায় বিভিন্ন দোকানে বরফ সরবরাহ করার জন্য তিনি যাচ্ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ইউসূফের স্ত্রীর বড় বোন তার স্ত্রীকে ফোন করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেওয়ানহাট মোড়ে গুলিবিদ্ধ হয়ে ইউসূফ মারা গেছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়েছে।

তখন আন্দোলনের কারণে বিভিন্ন দিকে গণ্ডগোল থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে থেকে মরদেহ অ্যাম্বুল্যান্সে গ্রামে বাড়িতে নিয়ে যান ইউসুফের স্ত্রীর বড় বোন। গ্রামে নিয়ে যাওয়ার পর ইউসূফের বুকের মাঝখানে গুলিবিদ্ধ দেখতে পান বলে মামলার এজহারে উল্লেখ করেছেন বাদী।

বাদী মামলার এজাহারে আরো উল্লেখ করেছেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি, মহিবুল, মহিউদ্দিন বাচ্চু, এম লতিফ ও আ জ ম নাছিরের নির্দেশে এজহার নামীয় বাকি আসামিসহ অজ্ঞাতনামা আসিমারা ৫ আগস্ট দেওয়ানহাট মোড়ে লাঠিসোঁটা, লোহার রড়, ধারালো কিরিচ, দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে দেশি ও বিদশি অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আসামিদের ছোঁড়া গুলিতে ইউসূফ মৃত্যুবরণ করে। বাদী ও তার পরিবার ছেলের মৃত্যুশোকে থাকায় এবং বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এজাহার দায়ের করতে বিলম্ব করেছেন।

মন্তব্য

গাংনীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
গাংনীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের
সংগৃহীত ছবি

মেহেরপুর গাংনীতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল সামসুল হক (৬৫) নামের এক বৃদ্ধের। বুধবার (৯ এপ্রিল) তেঁতুলবাড়িয়া-নবীনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সামসুল নওপাড়া নবীনপুর গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে শামীম হোসেন জানান, সকালে তার বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

এ সময় নওপাড়া বাজার পার হয়ে নবীনপুর কাছাকাছি স্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। 

আরো পড়ুন
‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

‘মার্চ ফর গাজা’র জমায়েতের স্থান পরিবর্তন

তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হয়। পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন
ডায়াবেটিস হলেই কি চোখের সমস্যা দেখা দেয়?

ডায়াবেটিস হলেই কি চোখের সমস্যা দেখা দেয়?

মন্তব্য

সর্বশেষ সংবাদ