<p>সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। রবিবার (২৫ আগস্ট) ভোর রাতে ওই নারীকে আটক করা হয়। </p> <p>আটক সেই নারী হলেন- উপজেলার  বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মৃত বশির উদ্দিনের স্ত্রী মোছা. রেনু আক্তার (৭০)। </p> <p>থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে ওই নারী মাদক ব্যবসায়ীর নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে মধ্যনগর থানার পুলিশ।</p> <p>মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আটক ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।</p>