<p>নাটোরের সিংড়ায় অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ আট নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বাদী হয়ে সিংড়া থানায় এ মামলা করেন।</p> <p>মামলার এজাহার সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার পাটকোল বিল ও পাটকোল বেইলি ব্রিজ এলাকায় অবৈধ বানার বাঁধ দিয়ে মাছ শিকার করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।</p> <p>মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ছাড়া বিএনপি কর্মী রানা, মতিন, করিম, জাফর, রাজিব, ফারুক ও দুলালকে আসামি করা হয়েছে।</p> <p>এ বিষয়ে সিংড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মাছ শিকার করছিল কিছু মানুষ। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আটজনের নামে মামলা করা হয়েছে।</p> <p>সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটজনের নামে মামলা করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p> <p>উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, অবৈধভাবে বানার বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগে আটজনের নামে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। অবৈধ বানার বাঁধ ও সৌঁতিজাল অপসারণ অভিযান অব্যাহত থাকবে।</p>