<p>নরসিংদীতে ফারিয়া আক্তার (২১) নামের এক গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ সময় তার সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত রবিবার গৃহবধূর মা নাজমুন্নাহার বাদী হয়ে দুজনকে আসামি করে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।</p> <p>লিখিত অভিযোগে জানা যায়, গত তিন বছর আগে পলাশ থানার উত্তর শীলমান্দি দড়িপাড়া এলাকার মানিক চানের মেয়ে ফারিয়ার সঙ্গে একই উপজেলার গালিমপুর এলাকার ইছব আলীর ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর জাহাঙ্গীর বিদেশে পাড়ি জমায়। এর পর থেকে ফারিয়ার দেবর সোলমান মিয়া (৩০) ও আলমগীর  হোসেন (৩৫) কুপ্রস্তাবসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ফারিয়ার ফোন বন্ধ পেয়ে শ্বশুরবাড়িতে এসে পরিবারের লোকজন খোঁজ নেয়। তখন ফারিয়াকে সন্ধান কেউ দিতে পারেনি। এ ঘটনায় সকল আত্মীয় স্বজনের বাড়িতে তার খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726926460-74ad93503a3dfeda0870413b2232d460.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/21/1427542" target="_blank"> </a></div> </div> <p>গৃহবধূর মা নাজমুন্নাহার কালের কণ্ঠকে বলেন, ফারিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়ার পরপরই তাদের বাড়িতে যাই। সেখানে গিয়ে তাকে না পেয়ে তার দেবর অভিযুক্ত সোলমান ও আলমগীরের কাছে জিজ্ঞেস করলে তারা জানায়, আমার মেয়ে কোথায় আছে তারা জানেন না। তারা দুজনই আমাকে মেয়ে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এখন আমি আমার মেয়েকে চাই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বগুড়ায় শেখ হাসিনাসহ ৪৯৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/16/1726506038-cc4f67ba3302868816dffdd10eaa8d65.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বগুড়ায় শেখ হাসিনাসহ ৪৯৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/09/16/1426163" target="_blank"> </a></div> </div> <p> <br /> পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>