<p>কুমিল্লার লাকসামে পুলিশ এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন। নিহত ওই নারীর নাম পারুল আক্তার (৪৫)। তিনি উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বাকই গ্রামের মোল্লা বাড়ির মো. আবুল হাশেমের স্ত্রী।</p> <p>সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।</p> <p>নিহত পারুল আক্তারের ছেলে মো. ফরিদ জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে হঠৎ আমার ঘুম ভেঙে যায়। এ সময় উঠে দেখি, মা ঘরে নেই। প্রথমে ভেবেছিলাম, তিনি বাথরুমে গেছেন। তাই আমি আবার ঘুমিয়ে পড়ি। বাবাও তখন ঘুমাচ্ছিলেন। কিন্তু ভোরের দিকে ঘুম থেকে ওঠে মাকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করি। কোথাও না পেয়ে আমরা পুরো গ্রাম এবং আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ নেই। কিন্তু কোথাও মায়ের সন্ধান মিলেনি। অবশেষে দুপুরের দিকে ঘরের পেছনে গিয়ে দেখি, একটি গাছে ডালে মায়ের ঝুলন্ত মরদেহ। তখন লাকসাম থানাকে অবহিত করলে পুলিশে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।</p> <p>এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।</p> <p>তিনি আরো জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</p>