<p>শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাদের পরিচয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পরিচয় প্রকাশ করেছেন। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির পরিচয় মিলেছে। তার নাম আব্দুল মোহাইমিন।</p> <p>সংগঠনটির একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি এবং কর্মসূচির ছবি পাওয়া গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবি শিবিরের সেক্রেটারি ফরহাদ ছিলেন ছাত্রলীগের পদেও" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727084526-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবি শিবিরের সেক্রেটারি ফরহাদ ছিলেন ছাত্রলীগের পদেও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/23/1428156" target="_blank"> </a></div> </div> <p>সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন রাবি শিবিরের সভাপতি হিসেবে মোহাইমিনকে নিয়ে আলোচনা চলছে তখন তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সোমবার সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ছিলাম, আমরা আছি। আমরা তো থাকবই, মুছে যাব না।’</p> <p>সূত্র জানিয়েছে, আব্দুল মোহাইমিন ২০২৩ সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।</p>