<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গতকাল রবিবার প্রকাশ্যে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের পরিচয়। ফরহাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং কবি জসীমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবি শিবিরের সেক্রেটারি ফরহাদ ছিলেন ছাত্রলীগের পদেও" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727084526-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবি শিবিরের সেক্রেটারি ফরহাদ ছিলেন ছাত্রলীগের পদেও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/23/1428156" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ফরহাদ ২০২২-২৩ সেশনে জসীমউদদীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। এ ছাড়া এস এম ফরহাদ পার্বত্য চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতি। তিনি ছাত্রলীগের কমিটিতে পদধারী নেতাও ছিলেন। ২০২২ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পান তিনি। এ ছাড়া ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে ফরহাদের একাধিক ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উত্তরায় কোটি টাকা, বিদেশি মুদ্রা, বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727087087-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উত্তরায় কোটি টাকা, বিদেশি মুদ্রা, বুলেটপ্রুফ জ্যাকেটসহ গ্রেপ্তার ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/09/23/1428163" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এবার ছাত্রলীগে নিজের পদ নিয়ে বিবৃতি দিলেন ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘কবি জসীমউদদীন হল এবং সমাজকল্যাণ ইনস্টিটিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার (এস এম ফরহাদ) কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনো পদ-পদবির জন্য কোনো সিভি আমি কখনো কাউকে দিইনি। কখনো আমি নিজেকে ছাত্রলীগ হিসেবে কোনো মাধ্যমে পরিচয়ও দিইনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আন্দোলনে বিএনপি-জামায়াতের অবদান তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727085916-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আন্দোলনে বিএনপি-জামায়াতের অবদান তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/23/1428159" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘হল বা ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে? যেখানে আমি তাদের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতের সব আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমাকে ছাত্রলীগের সঙ্গে জড়ানোর বিষয়টিকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট করার একটি অপচেষ্টা বলে আমি মনে করি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার আলোচনায় ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727066248-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার আলোচনায় ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/23/1428099" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে আমার উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এগুলোর সবই ছিল ডিবেট ক্লাবসংশ্লিষ্ট আয়োজন। কোনো রাজনৈতিক আয়োজন নয়।’</p>