<p>মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।</p> <p><strong>রংপুর :</strong> পীরগাছা উপজেলা পরিষদ গেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পরে বিক্ষোভ মিছিলসহ শিক্ষকদের একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।</p> <p><strong>বগুড়া :</strong> আদমদীঘিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবার এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।</p> <p><strong>সাতক্ষীরা :</strong> তালা উপজেলায় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।</p> <p>স্মারকলিপিতে তারা জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপজেলা, জেলা ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় পদায়ন স্থগিত রেখে শিক্ষা প্রশাসনের কাজে দক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদান ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৫ দফা দাবি জানান।</p> <p><strong>নেত্রকোনা :</strong> দুর্গাপুরে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। </p> <p><strong>নড়াইল :</strong> লোহাগড়ায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা-প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। </p> <p>মঙ্গলবার সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।</p> <p><strong>যশোর :</strong> চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষক সমাজ মানববন্ধন করেছে। ঝিকরগাছা উপজেলা মোড়ে সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালি সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।</p> <p><strong>ময়মনসিংহ :</strong> গফরগাঁওয়ে চাকরি জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও মাদরাসা শিক্ষা পরিবারের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন।</p> <p>ভালুকায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচরীরা। মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা পরিষদের পাশে ভালুকা-গফরগাঁও সড়কে মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p><strong>ব্রাহ্মণবাড়িয়া :</strong> বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।</p> <p><strong>পিরোজপুর :</strong> ভাণ্ডারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সব স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।</p> <p><strong>পটুয়াখালী :</strong> রাঙ্গাবালীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণে মানববন্ধন করেছেন বেসরকারি স্কুল-মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।</p> <p><strong>নওগাঁ :</strong> বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ জাতীয়করণের পূর্বে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবার এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।</p> <p><strong>নীলফামারী :</strong> নীলফামারীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষায় বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।</p> <p><strong>ফরিদপুর :</strong> মধুখালী উপজেলায় তিন দফার দাবিতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।</p> <p>ভাঙ্গায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক ও মাদরাসার শিক্ষকরা। মঙ্গলবার সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।</p> <p><strong>বগুড়া :</strong> শেরপুর উপজেলায় মাধ্যমিক স্তরের স্কুল-মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে বেসরকারি স্কুল-মাদরাসা পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষকরা।</p> <p><strong>কুমিল্লা :</strong> নাঙ্গলকোট উপজেলায় বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকীর মাধ্যামে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। </p> <p><strong>গোপালগঞ্জ :</strong> গোপালগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছেন জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষকরা।</p> <p>কোটালীপাড়া উপজেলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।</p> <p><strong>জয়পুরহাট :</strong> কালাই উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।</p> <p><strong>রাজশাহী :</strong> মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীর তানোরে মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে তানোর থানা মোড়ে উপজেলার বেসরকারি স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবার যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে। </p> <p><strong>লক্ষ্মীপুর :</strong> শিক্ষা কমিশন গঠনসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন লক্ষ্মীপুর জেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে জেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।</p> <p><strong>টাঙ্গাইল :</strong> ঘাটাইলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত স্কুল ও মাদরাসা) শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।</p>