<p>সিএনজি পাম্প থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে গাড়ি চালক ও মালিকরা।</p> <p>বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব মোড়ে এই কর্মসূচি পালন করে। পরে দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের আইন অনুযায়ী গ্যাস সরবরাহের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের আশ্বাসে তরুণীকে বাড়িতে এনে গাছে বেঁধে নির্যাতন!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727948105-a286a5ce9ca1c4ecf2b9f014d9838428.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের আশ্বাসে তরুণীকে বাড়িতে এনে গাছে বেঁধে নির্যাতন!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/03/1431415" target="_blank"> </a></div> </div> <p>বিক্ষোভকারীরা জানায়, ‘আমার দেশের গ্যাস আমি নেব, যখন খুশি তখন নেব’ স্লোগানে জেলার কয়েক শ প্রাইভেট কারের চালক ও মালিক মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন, জেলার বেশির ভাগ সিএনজি পাম্পগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম পেয়ে অর্ধশতাধিক কিংবা শতাধিক সিলিন্ডার লাগানো কনটেইনারে গ্যাস নিয়ে বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে সরবরাহ করে। এ কারণে গাড়িগুলো গ্যাস সরবরাহ করতে ব্যাঘাত ঘটে। অনেকাংশে সিএনজি পাম্প কর্তৃপক্ষ গাড়ির চালকদের গ্যাস দিতে অপারগতা প্রকাশ করে কিংবা দুর্ব্যবহার করে বলে অভিযোগ করে চালকরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘লেনদেনের খবর অসত্য, আমি স্যামস্যাং ফোন ব্যবহার করি’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/03/1727946392-5c01b70b5f7acc45b4da36af986bd7ce.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘লেনদেনের খবর অসত্য, আমি স্যামস্যাং ফোন ব্যবহার করি’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/03/1431412" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া সব ক্ষেত্রে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু থাকলেও শুধুমাত্র সিএনজি পাম্পে ১৯ ঘণ্টা (সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১টা পর্যন্ত) গ্যাস সরবরাহ করা হয়। তারা সিএনজি পাম্পেও ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের দাবি জানান।</p>