<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ শরীফ নামের এক যুবককে আটক করেছে জনতা। এ ঘটনায় যুক্ত থাকার অভিযাগে মনির খান নামের আরেকজনসহ দুজনের নামে মামলা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>আটক মোহাম্মদ শরীফ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ির মোহাম্মদ হাছনের ছেলে। আর মনির খান হলেন খুরুসকুল ইউনিয়নের তেতৈয়া সওদাগরপাড়ার গুরা পুতুর ছেলে। তিনি আন্দোলনের সময় অন্যতম ছাত্র সমন্বয়ক ছিলেন বলে জানা যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগকর্মী, ছাত্রদল নেতা ও জামায়াতের সাবেক আমিরের ছেলের চাঁদাবাজি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726760459-671afeb1898f3c3e2e89ad1c1deca177.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগকর্মী, ছাত্রদল নেতা ও জামায়াতের সাবেক আমিরের ছেলের চাঁদাবাজি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/19/1426988" target="_blank"> </a></div> </div> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত দুজন মোবাইল ফোনে কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বেশ কয়েক দিন ধরেই তারা নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। গত শুক্রবার সকাল ১০টার দিকে অভিযুক্ত শরীফ পিএমখালী চেরাংঘাট বাজার এলাকায় গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মনির তাকে পাঠিয়েছেন বলে জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়কের চাঁদাবাজি, বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/07/1725690043-a15d0615bd6f5ddc25869126192e665d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়কের চাঁদাবাজি, বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/07/1423006" target="_blank"> </a></div> </div> <p>সূত্র আরো জানায়, এ সময় এলাকাবাসী শরীফকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যান। এ ঘটনায় শনিবার রাতে দুইজনকে আসামি করে রেঞ্জ কর্মকর্তা ফারুক কক্সবাজার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।</p>