<p>সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার এক দুর্নীতিবাজ কর্মকর্তাকে বরখাস্তের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮ টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এই সড়ক অবরোধ করেন কানাডিয়ান মালিকানাধীন গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেড (গ্যাব) কারখানার শ্রমিকরা।</p> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় দফা এক দাবি এক, তাইজুলের পদত্যাগ, এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারী শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিতে চাইলেও তারা সড়কেই অবস্থান করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টেস্ট থেকে সাকিবকে বাদ না দিলে কঠোর হুঁশিয়ারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729167183-4d749ff0cc1711f096d9afff58912215.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টেস্ট থেকে সাকিবকে বাদ না দিলে কঠোর হুঁশিয়ারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/17/1436156" target="_blank"> </a></div> </div> <p>অবরোধকারী শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে এই কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেন। কিন্তু কিছুদিন পরই কারখানা কর্তৃপক্ষ তাদ্রের প্রতিশ্রুতি ভঙ্গ করে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে কাজে যোগদান করায়। এর আগে শ্রমিকদের দাবির মুখে তাকে বরখাস্ত করা হয়েছিল। তাই দুর্নীতিবাজ তাইজুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। </p> <p>অপারেটর মনির হোসেন বলেন, ‘দুর্নীতিবাজ তাইজুল আমাদের ভাতা অর্ধেক করে দিতো। আমাদের মালিক ভালো এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কিন্তু তাইজুল শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে নিজে সব একা ভোগ করেন। এ ছাড়া যেসব স্টাফ তার কথামতো চলেন তাদের সুযোগ সুবিধা দিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন। ওই সিন্ডিকেটের সদস্য ও বহিরাগতদের দিয়ে আমাদের কিছু শ্রমিকের ওপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৬ বছর ধরে অকেজো রাবার ড্যাম, চাষাবাদ থমকে গেছে ৫ ইউনিয়নে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729166969-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৬ বছর ধরে অকেজো রাবার ড্যাম, চাষাবাদ থমকে গেছে ৫ ইউনিয়নে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436155" target="_blank"> </a></div> </div> <p>নারী শ্রমিক সুলতানা পারভীন বলেন, ‘কারখানার মালিক আমাদের কম্বল দেন, জুতা দেন, বিভিন্ন ভাতা দেন। কিন্তু তাইজুল সবকিছু নিজেই নিয়ে যান। চারটি কারখানার অন্তত ১৪ হাজার শ্রমিকের প্রত্যেককে জুতার জন্য ২ হাজার করে টাকা, ভাতার টাকা, পিকনিকের টাকা সব নিজেই ভোগ করেন তাইজুল। শ্রমিকদের পিকনিকের টাকা দিয়ে ছেলেকে ধুমধাম করে বিয়ে দিয়েছেন। আশুলিয়া, সাভার ও ঢাকায় অন্তত ২০টি বাড়ি করেছেন শ্রমিকের টাকা মেরে। আমরা তাকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানাচ্ছি।’ </p> <p>এ দিকে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যস্ততম মহসড়কটি অবরোধ করে রাখায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ সময় মহাসড়কটির উভয়দিকে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ গরমে বসে থাকার পর অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছতে দেখা যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েও জাতীয় পার্টি বৈষম্যের শিকার : জিএম কাদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729166515-75f65f236a823e153c5ef76c9d45441e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েও জাতীয় পার্টি বৈষম্যের শিকার : জিএম কাদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436153" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে সকাল ১০টার দিকে সড়ক অবরোধকারী ২ শতাধিক শ্রমিক কারখানার পিছনে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯ তলা বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তাইজুল। তিনি বলেন, ‘হামলাকারীরা আমার বাড়ির গেট ভেঙ্গে একটি প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর করেছে। সে সময় আমি বাড়িতে ছিলাম না কিন্তু আমার বেশ কয়েকজন লোক আহত হয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়ায় সাবেক সেনাকর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729074736-87fb0770c85bdff61e8542bfd9fcec98.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়ায় সাবেক সেনাকর্মকর্তার বাড়িতে ডাকাতির অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435772" target="_blank"> </a></div> </div> <p>আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা দাবি আদায়ে অনড় থাকেন। পরে বিকেলে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সদস্য ও কারখানার অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।’ </p>