<p>লক্ষ্মীপুর পৌরসভায় বাজারসহ অভ্যন্তরীণ সড়কের ফুটপাত দখলমুক্ত করার পরপরই ফের দখলের অভিযোগ উঠেছে হকার ও স্থায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে।</p> <p>বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে উত্তর তেমুহনী থেকে শুরু করে তমিজ মার্কেট, চকবাজার, চালহাটা ও দক্ষিণ তেমুহনীসহ বাজারের বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। </p> <p>এর আগে ফুটপাতে হকার বসতে নিষেধ করে মাইকিং করা হলেও তা না মানায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উচ্ছেদসংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে অভিযান শেষ করে যাওয়ার পরপরই ফুটপাত ও রাস্তা ফের দখলের অভিযোগ উঠেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="২০২৫ সালের সরকারি ছুটি ২৬ দিন, ৯ দিনই সাপ্তাহিক ছুটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729168619-a7a9262dc19612264f4d8fd896d2a7ba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>২০২৫ সালের সরকারি ছুটি ২৬ দিন, ৯ দিনই সাপ্তাহিক ছুটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436160" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, বাজার প্রধান সড়ক, ভক্তের গলি, গেঞ্জিহাটা, মাছবাজার, তমিজ মার্কেট, চকবাজার, গোশতের বাজারসহ বিভিন্ন সড়কের পাশে ফুটপাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।</p> <p>পৌর কর্তৃপক্ষ জানায়, লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক, গলিসহ বাজারগুলোতে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। পরে সরে যাওয়ার নির্দেশনা দিলেও কর্ণপাত করেননি অবৈধ দখলদাররা। এ কারণে অভিযান চালিয়ে সেসব দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ এসব স্থাপনা নির্মাণকারী ও ফুটপাত দখলদারদের সতর্কও করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আশুলিয়ায় শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729168316-dde92ff790d45d5e4cf4fb281ec5bbe9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আশুলিয়ায় শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/17/1436159" target="_blank"> </a></div> </div> <p>নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অভিযানের কিছুক্ষণ পরপরই ফের দখল হওয়া শুরু হয়ে গেছে। এতে জনসাধারণের ভোগান্তি থেকে যাবে বলে মনে করছেন তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লক্ষ্মীপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের কোপে স্ত্রীর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729058274-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লক্ষ্মীপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের কোপে স্ত্রীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435706" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সরকার উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, লক্ষ্মীপুর শহরে ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে যানজট লেগে থাকে। এতে জনসাধারণের চলাচলে অসুবিধা দেখা দেয়। এ জন্য পৌর প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলদার হকার ও ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। কেউ পুনরায় দখল করলে স্থাপনা বাজেয়াপ্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>