<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর হাজারীবাগের গণকটুলি সিটি কলোনিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্র, টাকাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার এই অভিযান চালানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদক, মোবাইল ফোন, সিম কার্ড, টাকাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা সরঞ্জাম ও গ্রেপ্তার আসামিদের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।</span></span></span></span></span></p>