<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিত্রের জমিনজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে বিস্তৃত নীল রং। তার ওপর টেনে দেওয়া কালো রেখা যেন স্থির জলের ওপর মৃদু ঢেউ। চিত্রটির মাঝখানে একটি মানবদেহের অর্ধ অবয়ব। বুকে রয়েছে একটি জলজ উদ্ভিদ। মুখ ও মগজের জায়গায় আঁকা চারটি নৌকা। নজরকাড়া চিত্রটির দেখা মিলেছে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডাউনওয়ার্ডস সারফেস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক এই দলীয় প্রদর্শনীতে মোটাদাগে ক্ষয়িষ্ণু বুড়িগঙ্গাকে ঘিরে আবর্তিত জীবনের চিত্র উঠে এসেছে। চিত্রকর্মগুলো আঁকা হয়েছে চিত্রকলার শিক্ষক বেলজিয়ামের শিল্পী জুলিয়া লেব্রাও সেন্দ্রার তত্ত্বাবধানে পরিচালিত একটি সমন্বিত কর্মশালায়। উডকাট, লিথোগ্রাফি, এচিংসহ ছাপচিত্রের বিভিন্ন পদ্ধতিতে ছবিগুলো এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রদর্শনীর একটি চিত্রে দেখা যায়, কুঁড়েঘরের সামনে অলস বসে আছেন এক জেলে। বাড়ির একেবারে সামনেই ঘাটে বাঁধা নৌকা। আরেকটি চিত্রে শিল্পী তুলে এনেছেন নদীর তলদেশের দৃশ্য। আবছা সে দৃশ্যে ধরা পড়ে জলীয় উদ্ভিদ, মানুষ ও মাছের জীবনের সংলগ্নতা। বুড়িগঙ্গাকে ঘিরে প্রচলিত আখ্যান, নদীর স্মৃতি, তীরে বাস করা মানুষের জীবন, প্রাত্যহিক চেনা দৃশ্য শৈল্পিকভাবে চিত্রায়ণ করেছেন শিল্পীরা। নদী ও প্রকৃতিকে অস্তিত্বের অনিবার্য উপাদান হিসেবে দেখিয়েছেন তাঁরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনী আগামীকাল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আবু আল নাঈম, আনিকা তাবাসসুম হৃদয়, ডেরিল অদ্রি রায়, দীপঙ্কর বিশ্বাস, ফাহিম খান তামীম, জাহরা নাজিফা, মিফতাহুল জান্নাত নাবেরী, শান্তা ইসলাম, পিনাক চন্দ্র দাস, প্রজ্ঞা মিঠাণ্ডা করেয়া, প্রসেনজিৎ ভদ্র, কাজী অর্চি রহমান, ঋতুরূপা তালুকদার সাথী, এস এম ওয়াশিফ উদ্দিন চৌধুরী, সহদেব বিশ্বাস, সাহেব চৌধুরী, শিমুল পাল, স্পর্শপ্রিয় বর্ষণ রায়, সুব্রত চন্দ্র, সুমাইয়া বিনতে হাসান, শুভ্র সরকার, তাজরিবা আক্তার ও তৌহিদ আহমেদ সাকিব।</span></span></span></span></span></p>