<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌখিক পরীক্ষার দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা অফিসের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রত্যাশীরা। এতে দীর্ঘ সময়ের জন্য পেট্রোবাংলা অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন সংস্থাটির কয়েক শ কর্মকর্তা-কর্মচারী। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে আন্দোলনকারীদের প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেয় পেট্রোবাংলা। এরপর কর্মসূচি স্থগিত করেন চাকরিপ্রত্যাশীরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, আন্দোলনকারীদের মধ্য থেকে তিনজন প্রতিনিধিকে ডেকে আলোচনা করে ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া হয়েছে। এরপর তাঁরা অবস্থান কর্মসূচি স্থগিত করে চলে যান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, পেট্রোবাংলার অধীনে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁদের দাবি হলো</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া শেষ করা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই এক দফা বাস্তবায়নের লক্ষ্যেই তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এখন পেট্রোবাংলা ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। যদি এই সময়ের মধ্যে দাবি মানা না হয়, তাহলে তাঁরা পুনরায় অবস্থান কর্মসূচিতে যাবেন।</span></span></span></span></span></p>