<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বাদী হয়ে এই মামলা করেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল রবিবার সিরাজ ও কাজল নামের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের  বলেন, আসামি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে তাঁদের অপরাধ প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিভাগীয় মামলা করা হবে।</span></span></span></span></span></p>