<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‌্যাব-পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে গুম-নির্যাতন, হামলার অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্রশিবিরের ভুক্তভোগী সাবেক সাত নেতাকর্মী। গতকাল রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তাঁরা এই অভিযোগ দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারী শিবির নেতাকর্মীরা হলেন রাজশাহীর জনি ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর আব্দুল করিম, বগুড়ার মির্জাপুরের আলমগীর হোসেন, নোয়াখালীর মাইজদীর দেলোয়ার হোসেন মিশু, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, ঢাকার ভাটারার নুরুল আমিন। এ ছাড়া গুমের পর এখনো নিখোঁজ ঝিনাইদহের কামরুজ্জামানের পক্ষে অভিযোগ দায়ের করেছেন তাঁর ভাই।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগকারীদের পক্ষে আইনজীবী আমানুল্লাহ আল জিহাদী সাংবাদিকদের বলেন, র‌্যাব-পুলিশ কর্মকর্তাসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগকারীদের কেউ আওয়ামী লীগের শাসনামলে র‌্যাব-পুলিশের মাধ্যমে গুমের শিকার হয়েছেন, কেউ নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কেউ আন্দোলন করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। এরা কেউই স্বাভাবিক জীবনে নেই, কারো পা গেছে, কারো চোখ গেছে।</span></span></span></span></span></p>