<p>দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (১৮) নামের এক সাপুড়ের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর শহরের হঠাৎ পাড়া এলাকার নিজবাড়িতে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেল পৌনে পাঁচটার দিকে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে সাপে কামড় দেয়।</p> <p>নিহত শাকিল (১৮) পৌর শহরের হঠাৎ পাড়া এলাকার আলম হোসেন সাপুড়িয়া ছেলে। সাপের কামড়ে ছেলের মৃত্যুর বিষয়টি বাবা আলম হোসেন নিশ্চিত করেছেন।</p> <p>খোঁজ নিয়ে জানা গেছে, বছর খানেক ধরে শাকিল বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় সাপ ধরে এবং সাপের খেলা দেখার কাজে সহায়তা করেন। </p> <p>গতকাল বৃহস্পতিবার বিকেলে শাকিল একাই ছোট শাখাযমুনা নদীর ধারে সাপ ধরতে যায়। এ সময় অসাবধনতাবশত একটি বিষধর সাপ শাকিলকে কামড় দেয়। পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে নিজবাড়িতেই তার মৃত্যু হয়।</p> <p>জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার বলেন, ‘সাপের কামড়ে এক যুবক হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’</p> <p>নিহতের বাবা আলম হোসেন সাপুড়ে বলেন, ‘সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়। রাতে নিজবাড়িতেই তার মৃত্যু হয়।’</p>