<p style="text-align:justify">গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা মুন্সির টেক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।</p> <p style="text-align:justify">জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বিভিন্ন বন বিটের অধীনে গত ৫ আগস্টের পর বনের জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। বনের গাছ কেটে বনের জমিতে অবৈধভাবে পাকা বাড়িসহ অসংখ্য স্থাপনা নির্মাণ করে জবরদখলকারীরা। কয়েক দিন ধরে বনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হলেও তারা তা সরিয়ে নেয়নি। পরে বুধবার দিনভর পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বন কর্মকর্তাদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার হয়। উদ্ধারকৃত জমির পরিমাণ প্রায় ৬ একর বলে জানা গেছে।</p> <p style="text-align:justify">অভিযানে ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, শামসুল আরেফীন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান এবং রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানাসহ পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকায় একদিনে ১৮০২ মামলা, ৭২ লাখ টাকা জরিমানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729686689-43de6c7b4c57a06cf47afc094c3c8192.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকায় এক দিনে ১৮০২ মামলা, ৭২ লাখ টাকা জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/23/1438332" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, উদ্ধার হওয়া জমির পরিমাণ প্রায় ৬ একর। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।</p> <p style="text-align:justify">সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন, ‘সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, তবে দখলদারদের প্রভাব অনেক সময় আমাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। আজকের অভিযানের মাধ্যমে আমরা দেখিয়েছি, প্রশাসনের সহায়তায় দখলকারীদের বিরুদ্ধে সফলতা পাওয়া সম্ভব। ভবিষ্যতে যাতে বনাঞ্চলগুলো আবারও অবৈধ দখলের শিকার না হয়, সে জন্য নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হবে।’</p> <p style="text-align:justify">কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আহম্মেদ বলেন, ‘যৌথ অভিযান চালিয়ে বন বিভাগের সংরক্ষিত জমিতে অবৈধভাবে দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা আরো চালিয়ে যাব। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যেকোনো পরিস্থিতিতে সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা হবে।’</p>