<p>রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি ট্রলারে তল্লাশি চালিয়ে আটক করা হয়। </p> <p>গ্রেপ্তাররা হলেন রাজবাড়ী সদর থানার কাঁচরন্দ গ্রামের আবুবক্কর মুন্সীর ছেলে জীবন মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (৩৯), পাবনার আমিনপুর থানার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫) ও একই থানার ঢালার চর গ্রামের আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২৩)।</p> <p>গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আজ বিকেলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে যৌথবাহিনীর (পুলিশ ও সেনাবাহিনী) একটি টিম পদ্মা নদীতে অভিযান চালায়। অভিযানকালে রাখালগাছি নামক এলাকায় যাত্রীবাহী ট্রলারে তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও একটি বন্দুকসহ চার জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় একটি অস্ত্র মামলা দিয়ে তাদেরকে গোয়ালন্দ ঘাট থানাপুলিশে সোপর্দ করা হয়েছে।</p>