<p style="text-align:justify">সিরাজগঞ্জের কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সন্দেহে ১৮৩ বস্তা চাল জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে উপজেলার বেড়িপোটল গ্রামে এক ব্যক্তির ঘর থেকে চালগুলো জব্দ করা হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বায়ুদূষণে আজও শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731039285-86129fb3a0d5a1eac3824d5e866af08f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বায়ুদূষণে আজও শীর্ষে লাহোর, ঢাকার বাতাস কেমন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/08/1444194" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়। পরে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার ঘটনাস্থলে গিয়ে চালসহ ওই ঘরটি সিলগালা করে দেন।<br />  <br /> এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর আলম নামে সাবেক শিক্ষকের বাড়িতে রাত ৩টার দিকে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। এ সময় ১৮৩ বস্তায় মোট পাঁচ হাজার ৪৯৯ কেজি  চাল পাওয়া যায়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহেশখালীতে ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731040269-8fc0c6cd8808677e7d1b7da6ccc53ccb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহেশখালীতে ১২টি মুখপোড়া হনুমান উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444195" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে জব্দ হওয়া চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। তবে সরকারি বস্তা পরিবর্তন করে সেগুলো অন্য বস্তায় রাখা হয়েছে। বিষয়টি খাদ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে। আপাতত চালসহ ওই ঘরটি সিলগালা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।<br />  <br /> এ বিষয়ে কথা বলতে সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।<br />  </p>