<p>রংপুরের পীরগঞ্জে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রংপুর-ঢাকা মহাসড়কে ছাত্র জনতা ১ ঘণ্টা রাস্তা বন্ধ করে অবস্থান নেয়। অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।</p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার মধ্যে বক্তব্য দেন, নাহিদ সরকার, সিয়াম মিয়া, আরিফ মিয়া, রজব আলী, রাজেদ আলী ও স্বপন মিয়া। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা হাসপাতাল থেকে সড়কে নেমে আসে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731576736-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা হাসপাতাল থেকে সড়কে নেমে আসে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446557" target="_blank"> </a></div> </div> <p>এ সময় বক্তারা তাদের ৩ দফা দাবি তুলে বলেন, সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমুলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে দুজন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেই সাথে প্রত্যেক উপদেষ্টা কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনম্মুখে প্রকাশ করতে হবে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অন্তবর্তীকালীন সরকারে রাখা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে।</p> <p>এ সময় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি ছাত্র জনতার । পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।</p>