<p>বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। এতে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বেতাগী টাউন ব্রিজ এলাকায় এই দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।</p> <p>জানা গেছে, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদকে পটুয়াখালী বাউফল উপজেলায় স্থানান্তরিত হওয়ার আদেশ দেন। এই অবস্থান কর্মসূচির সাথে সম্পৃক্ত হোসেন আলী সিপাহী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ গত ৩০ জুন ২০২৩ তারিখে বেতাগীতে যোগদানের পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। </p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেতাগী উপজেলা শাখার সমন্বয়ক সজল মাহমুদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজ করেছেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন করেছেন।</p> <p>বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. বজলুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ একজন মানবিক কর্মকর্তা। এলাকার উন্নয়নমূলক অনেক কাজ করার করেছেন এবং তার কাছে শিক্ষাপ্রতিষ্ঠানের ভালো পরামর্শ পেয়েছি।</p> <p>এ বিষয় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি এবং কোনো কাজে অনিয়ম ও দুর্নীতিকে প্রশয় দেওয়া হয়নি।</p>