<p>বাজে সময়টা যেন আবারও পিছু নিয়েছে বিরাট কোহলির। মাঝে দীর্ঘদিন কঠিন এক সময় পার করে ছন্দে ফিরেছিলেন। কিন্তু সেই দুঃসময় যেন আবারও ফিরেছে তার ক্যারিয়ারে। টেস্টে সর্বশেষ ১২ ইনিংসের এক ফিফটি তেমনটিই জানাচ্ছে।</p> <p>এতটাই বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ধবলধোলাই হওয়ার সিরিজে তার ব্যাটিং গড় ছিল ১৫.০০। ঘরের মাঠের এই বাজে ছন্দ নিয়েই উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলতে। এমন কঠিন সময়ে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বোলাররা তার হতাশাটা আরো বাড়িয়ে দিতে চাইবেন। এমন চাওয়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রারও। ভারতীয় ব্যাটার যেন হতাশায় ভুগতে থাকেন সেই পরামর্শই উত্তরসূরীদের দিয়েছেন তিনি।</p> <p>কোহলিকে আবেগী ক্রিকেটার সম্বোধন করে সংবাদমাধ্যম হেরাল্ড সানকে ম্যাকগ্রা বলেছেন, ‘তারা যদি তার বিপক্ষে কঠোর হয়, সে যদি আবেগের সঙ্গে লড়াই করে তাহলে সে সামান্যই কাটিয়ে উঠতে পারে। কে জানে সে উন্নতি করতে পারে। তবে আমি মনে করি সে কিছুটা চাপের মধ্যেই থাকবে। শুরুতেই যদি কম রানের স্কোর করে সে সত্যিই এটা অনুভব করবে। আমার মনে হয়, সে কিছুটা আবেগী খেলোয়াড়। যখন সে ভালো খেলে তো ভালোই আর সংগ্রামের সময় সংগ্রাম করে। সে কিছুটা হলেও চাপের মধ্যেই থাকবে।’</p> <p>নিউজিল্যান্ডের বিপক্ষের ফর্ম যে কোহলিকে চাপে রাখবে সেটিই জানিয়েছেন ম্যাকগ্রা। তিন সংস্করণ মিলিয়ে ৯৪৯ উইকেটের মালিক বলেছেন, ‘সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দেখেন, সে তিন টেস্টে মোট ৯০ রান করেছে। তার সর্বোচ্চ স্কোর ছিল ৭০ রানের। সে বাজে এক সিরিজই কাটিয়েছে। এটার জন্য কিছুটা চাপেই থাকবে। এটিও সে অনুভব করছে।’</p> <p>প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের তাই শুরুর টেস্টেই কোহলিকে ব্যাকফুটে রাখার পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী পেসার বলেছেন, ‘অস্ট্রেলিয়া যদি প্রথম টেস্ট থেকে ভালো বোলিং করে শুরুতে তাকে ধরাশায়ী করতে পারে তাহলে আমাদের পক্ষে পুরো সিরিজের ফল ঠিক হতে পারে। তাই মনে করি যে, প্রথম টেস্টে খুবই গুরুত্বপূর্ণ।’</p> <p>তবে অস্ট্রেলিয়ার বোলাররা চ্যালেঞ্জ কতটা নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। কারণ, ছন্দে না থাকলেও অস্ট্রেলিয়ার মাঠ কোহলির পক্ষেই কথা বলছে। ক্যারিয়ার চেয়ে প্রতিপক্ষের মাঠে গড় বেশি ‘রান মেশিন’ খ্যাত ব্যাটারের। ক্যারিয়ার গড় ৪৭.৮৩ বিপরীতে অস্ট্রেলিয়ায় কোহলির গড় ৫৪.০৮। আগামী ২২ নভেম্বর পার্থে ৫ টেস্টের সিরিজটি শুরু হবে।</p>