<p>কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরেও শীতের প্রভাব পড়ছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ঘন কুয়াশার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।</p> <p>রবিবার (১৭ নভেম্বর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।</p> <p>সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। এছাড়া ঢাকায় ২০ ও পাবনায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731842096-8816971b0b486411c15dfd044906456c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447660" target="_blank"> </a></div> </div> <p>সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।</p> <p>এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।</p>