<p>রাজশাহীর মোহনপুর উপজেলার একদিলতলা হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় বগুড়ার একটি স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। রাজশাহী শিক্ষাবর থেকে ফেরার পথে রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।</p> <p>রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিপরীত মুখ থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল চালক ও বগুড়ার শান্তাহার জি এম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এসএম আব্দুর রহিম (৪৮) নিহত হয়েছেন। তিনি বগুড়া আদমদিঘী উপজেলার গোড়গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত আব্দুর রহিমের সাথে থাকা রফিকুল ইসলাম নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। আহত রফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731842096-8816971b0b486411c15dfd044906456c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447660" target="_blank"> </a></div> </div> <p>আহত রফিকুল ইসলাম জানান, জিএম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন আব্দুর রহিম। রবিবার ওই এলাকার ছয়জন শিক্ষক রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কাজে গিয়েছিলেন। এর মধ্যে রহিম ও রফিকুল ইসলাম একই মোটরসাইকেলে ফিরছিলেন। ফেরার পথে নওগাঁর দিক থেকে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের বহনকৃত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুর রহিম নিহত হন। আহত হন আরোহী রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।  </p> <p>মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাসপাতালে গিয়ে একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছে। এ বিষয়ে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।</p>