<p>সাতক্ষীরার কালিগঞ্জে পুকুর থেকে রবিউল ইসলাম (৬৪) নামে এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকালে ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়।</p> <p>মৃত রবিউল ইসলাম উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মরহুম ইউনুস আলীর ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন।</p> <p>নিহতের জামাতা ওমর ফারুক জানান, গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তার শ্বশুর উপজেলার তারালী চৌরাস্তার পরিবহন কাউন্টার এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১১ টার দিকে পথিমধ্যে শানপুকুরের পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে জনতা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731842096-8816971b0b486411c15dfd044906456c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৬ বছর শিকলে বাঁধা রতনের জীবন, চিকিৎসার আকুতি পরিবারের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447660" target="_blank"> </a></div> </div> <p>ওমর ফারুক আরো জানান, তার শ্বশুর স্থানীয় বিএনপির কর্মী ছিলেন। জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারণে বিগত সরকারের সময় একাধিক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি তার শ্বশুরের হার্টের সমস্যা দেখা দেয়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি উদঘাটনের দাবি জানান তিনি।</p> <p>কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।</p>