<p>সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত এক যুবদল নেতা হত্যা মামলার আসামি সিনিয়র সংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপস বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি শহরের মোক্তারপাড়া মহল্লার বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731835444-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেশ টিভির এমডি আরিফ দুই দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/17/1447625" target="_blank"> </a></div> </div> <p>মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়া মহল্লা থেকে শহিদুল ইসলাম ফিলিপসকে আটক করা হয়। তিনি ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি। রবিবার দুপুরে তাকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।</p> <p>এদিকে সাংবাদিক শহিদুল ইসলাম ফিলিপসকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।</p>