<p>মাত্র তিন হাজার টাকা নিয়ে ধান-চালের ব্যবসা শুরু করেছিলাম। এর মধ্য দিয়েই তিলে তিলে গড়ে উঠেছে আজকের খায়রুল গ্রুপ। কর্মদক্ষতা, ব্যবসায়িক সততা ও সুনাম নিয়ে আজ খায়রুল গ্রুপ নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. খায়রুল ইসলাম। </p> <p>সম্প্রতি ঈশ্বরদীর জয়নগরে খায়রুল গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান রূপপুর রুফটপ রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে খায়রুল ইসলাম এসব কথা বলেন। </p> <p>খায়রুল ইসলাম আরো বলেন, মাত্র তিন হাজার টাকা নিয়ে ধান-চালের ব্যবসা শুরু করেছিলাম। পৈত্রিক সম্পত্তি নিয়ে নয়, বরং নিজের কর্মদক্ষতা, ব্যবসায়িক সততা ও সুনাম নিয়ে আজ খায়রুল গ্রুপ নিজেই একটা ব্র্যান্ড হয়ে উঠেছে। গড়ে তোলা হয়েছে বিনোদনকেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, খায়রুল তেলপাম্প, খায়রুল ময়দা কারখানা, খায়রুল চাল প্রসেস মিলস, খায়রুল ওজন স্কেলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। যা স্বচ্ছতা ও সুষ্ঠু এবং মনোরম পরিবেশের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে। এই গ্রুপের মোট সম্পদের আনুমানিক মুল্য কয়েকশত কোটি টাকা।</p> <p>তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যাংক ঋণ থাকাটা স্বাভাবিক। কিন্তু এ নিয়ে অনেক সময়ই অপপ্রচার চালানো হচ্ছে। আমার গায়ে দলীয় তকমা লাগিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অথচ আমি কখনই খারাপ কাজের সঙ্গে ছিলাম না। আমি কর্মসংস্থানের ব্যবস্থা করছি। ব্যাংকের নিকট খায়রুল গ্রুপের যে টাকা ঋণ রয়েছে, তা পরিশোধ করতে মাত্র এক বছর সময় লাগবে। </p> <p>অনুষ্ঠানে সলিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল ওমর সুমার খান, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার শরিফুজ্জামান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মুনেম তাজওয়ার অহিনসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। </p>