<p style="text-align:justify">বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দুস্থানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিমদের সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নাটোরে পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা করেছে। আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ড দু:দুঃখজনক, এগুলো মেনে নেয়ার মতো নয়। আন্তর্জাতিক আইনে যেকোনো দেশের হাই কমিশন কার্যালয়ের নিরাপত্তা দেয়া সেই দেশের দায়িত্ব। ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে। উলটো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় মির্জা ফখরুলের নিন্দা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733224063-c6df1bdcb06b5e804ce0831cfb143487.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় মির্জা ফখরুলের নিন্দা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/03/1453427" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দুলু বলেন, স্বাধীনতার পর যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সনাতন ধর্মের লোকেরা ভালো এবং নিরাপদে আছেন। অথচ ভারতের কিছু মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে উসকানি দেয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ সব সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খিস্টান সকলে মিলে মিশে বসবাস করে। আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র হলে সকলে মিলে রুখে দেয়া হবে। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে থেকে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। বাংলাদেশে নির্মম গণহত্যা পরিচালনাকারী পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিষয়ে দেশের মানুষকে সচেতন থাকতে হবে।</p> <p style="text-align:justify">জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম সৃজনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।</p>