<p>নওগাঁর মান্দায় ন্যায্যমূল্যের কৃষিপণ্যের দোকান উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এই দোকান উদ্বোধন করেন তিনি।</p> <p>উপজেলা প্রশাসনের আয়োজন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মান্দার সহযোগিতায় এ দোকান চালু করা হয়।</p> <p>এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p>এর আগে মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোটমুল্লুক মৌজার কৈকুড়ি এলাকায় সাইনবোর্ড লাগিয়ে খাস পুকুর চিহ্নিতকরণ কাজের উদ্বোধন করেন।</p> <p>এদিন বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়নে দরিদ্র মানুষের মাঝে নলকূপ, সেলাই মেশিন, ছাগল-ভেড়া, স্কুল ব্যাগ ও টিফিন বক্সসহ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করেন জেলা প্রশাসক। পরে কৃষি ঋণ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।</p>